
আপনাকে অনেক ভালোবাসি…!!❤
আপনি আমার জীবনের সব থেকে দামি একটা
মানুষ……!!
বিশ্বাস করেন…!!❤
আপনি ভালো না বাসলে আমি জানতামই না….!!
যে আমি কেউ কে এতটাও ভালোবাসা যায়..!!
আমি কোনো দিন কারো মায়া পড়ি নাই কিন্তু আপনার
মায়া আসক্ত আমি…!!
আপনার প্রেমে মুগ্ধ আমি…!!❤️
আপনি আমার পুরো পৃথিবী….!!
আপনার মতো জীবনে কেউ কে এতোটা ভালোবাসি নাই…!!
❤️ভালোবাসা ❤
জানেন…!!
আজ আপনাকে একটা কথা বলবো…!!
আপনি, আমার চোখে দেখা পৃথিবীর সেরা মানুষ…!!☺️
কেন জানেন…….?
কারণ এতো মানুষ থাকতেও আপনি শুধু আমার আর কেউ আমার মনে যায়গা নেয় নি আর আপনার মনে কেউ যায়গা নিতে পারেনি…!!
হতে পারতো আপনি আমার জীবনে আসলে না…!!
কিন্তু দেখেন ভাগ্য আপনাদের কাছে নিয়ে এসেছে
আপনাকে চোখের দিকে তাকাই তখন ভাবি…!!☺️
এই সেই চোখে আমার জন্য ভালোবাসা থাকবে অনেক…!!
আমার হাত শুধু আপনাকে হাত দুটো ধরে রাখতে চায়…!!
আপনার হাত ধরে যে প্রশান্তি পায়….!!☺️
আমি তা আর কোথাও খুঁজে পাবো না…!!☺️
যখন আদর করে বূ্কে জড়িয়ে নাও…!!
বিশ্বাস করেন ওর থেকে সুখের কোন যায়গা হয় না…!!
❤
সারা জীবন এভাবেই রাখো তাই চায়…!!
আমি জানেন আপনি আমার জীবনে আসছেন সে
জন্য..!!☺️
নিজেকে খুব স্পেশাল মনে হয়…!!❤️
আমি স্পেশাল কেউ না হলে আপনাকে পেতাম বলেন …!!☺️ভালোবাসি…….!!❤️
ভালোবাসি আপনাকে সব সময়…!!☺️❤
**ভালোবাসা কী জানো…!!
আমি জানি আমার কাছে ভালোবাসা হচ্ছে তুমি….!!☺️❤
“*আবেগ কী জানো…!!
আমি জানি আমার কাছে আবেগ হলে তুমি….!!
“* মায়াতে কী ভাবে জড়ায় জানো….!!
আমি জানি যে ভাবে তুমি আমার সাথে জড়িয়ে গেছো…!!☺️
“*” সুখ কী জানো…!!
আমি জানি তুমি যখন হাসো তখন আমার সুখ জীবনের অর্থ কী তুমি ছাড়া…!!
“*” তোমার যদি না পায়…!!
আমি জীবনের তরে যাবে আঁধারে আঁধারে…!!
তুমি আমার আলো দুই নয়নের মাঝে মনের মানুষ তুমি আমার প্রেমের পৃথিবীর…!!☺️
“*” তুমি সেই কবিতা যা প্রতিদিন ভাবি লিখতে পারি না
“*’ তুমি সেই কবিতা প্রতিদিন কল্পনা করি আঁকতে পারি না…!!
*”* তুমি সেই ভালোবাসা যা প্রতিদিন চায় কিন্তু পায় না..
ভুল হলে ক্ষমা করবেন।
লেখক
সেলিম মাহবুব
সাংবাদিক ও নাট্য কর্মী।
Leave a Reply