
তাহিরপুর সুনামগঞ্জ প্রতিনিধি
জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য, সাবেক উপজেলা চেয়ারম্যান ও সুনামগঞ্জ-১ আসনের মনোনয়নপ্রত্যাশী কামরুজ্জামান কামরুল বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়িত হলে দেশের উন্নয়ন ও অগ্রগতি নিশ্চিত হবে। আসন্ন নির্বাচনে ধানের শীষ বিজয়ী হলে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হবে। এজন্য এখন থেকেই নেতা-কর্মীদের মাঠে নেমে ধানের শীষের পক্ষে জনমত গড়ে তুলতে হবে এবং ঘরে ঘরে ৩১ দফা পৌঁছে দিতে হবে।
শনিবার দুপুরে তাহিরপুর উপজেলা মিনি স্টেডিয়ামে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, বিএনপি সব সময় দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করছে। দেশ যখনই সংকটে পড়েছে, বিএনপির নেতাকর্মীরা তখনই জনগণের পাশে দাঁড়িয়েছে, বন্যাসহ প্রতিটি দুর্যোগে বিএনপির উপস্থিতি ছিল বলিষ্ঠ ও মানবিক।
কামরুল বলেন, দেশের মানুষ ১৭ বছর ধরে ফ্যাসিস্ট সরকারের কাছে জিম্মি ছিল। কথা বলার স্বাধীনতা ও ভোটাধিকার ছিল না। উন্নয়নের নামে এ আসনে (সুনামগঞ্জ-১) হয়েছে কেবল লুটপাট। এখন সময় এসেছে জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার। তিনি বলেন এই সেই জনগন আমি যখন জেলে ছিলাম তখন তারা আমাকে মুক্ত করতে আন্দোলন সংগ্রাম করেছে। আমাকে তারা উপজেলা নির্বাচন করতে বাধ্য করেছে এবং তাদের নিঃসার্থ ভালবাসায় বিপুল ভোটে বিজয়ী করেছে। আমি নির্বাচন করলে টাকা লাগেনা জনগণই আমার টাকা ভালোবাসা ইনশাআল্লাহ আমি জনগনের ভালোবাসা নিয়েই শেষ পর্যন্ত এগিয়ে যেতে চাই।
তিনি বলেন, দল আমাকে মনোনয়ন দিলে ও আপনারা ভোট দিয়ে আমাকে বিজয়ী করে সংসদে পাঠালে আমি কৃষকদের সমস্যার সমাধান সহ এলাকার শিক্ষা, স্বাস্থ্য ও রাস্তাঘাট উন্নয়নে ভূমিকা রাখব। তিনি আরও বলেন, দল যাকে মনোনয়ন দিবে আমরা তার পক্ষেই ধানের শীষ বিজয়ী করতে এক হয়ে মাঠে কাজ করবো।
তাহিরপুর উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত জনসভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুনাব আলী। সভায় যৌথ ভাবে সঞ্চালনায় করেন বিএনপি যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান উজ্জ্বল ও বি এনপি নেতা বাবরুল হাসান বাবলু । এসময় উপস্থিত ছিলেন যুবদল, ছাত্রদল সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
Leave a Reply