
গাজীপুর (কাপাসিয়া) প্রতিনিধি:
গাজীপুরের কাপাসিয়া উপজেলায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী এবং পানিতে ডুবে নিহত এক ব্যক্তির পরিবারের মাঝে সরকারি আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। গত বুধবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে মোট ১৮ জন ভুক্তভোগীর হাতে এই অনুদান তুলে দেওয়া হয়। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, উপজেলার কাপাসিয়া বাজার ও চাঁদপুর বাজারে সম্প্রতি সংঘটিত অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের লক্ষ্যে এই সহায়তা দেওয়া হয়েছে। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৩ জন ব্যবসায়ী এবং তিনটি পরিবারের প্রত্যেককে সারে ৭ হাজার টাকা করে আর্থিক অনুদান প্রদান করা হয়।
এছাড়া, উপজেলার তারাগঞ্জ বাজার সংলগ্ন শীতলক্ষ্যা নদীতে পানিতে ডুবে নিহত এক ব্যক্তির পরিবারকে মানবিক সহায়তা হিসেবে ২৫ হাজার টাকা প্রদান করা হয়। সহায়তা প্রদান অনুষ্ঠানে উপস্থিত থেকে ভুক্তভোগীদের হাতে অনুদানের চেক তুলে দেন কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তামান্না তাসনীম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মশিউর রহমান।প্রশাসন জানায়, ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর অংশ হিসেবেই সরকারের পক্ষ থেকে এই তাৎক্ষণিক সহায়তা প্রদান করা হয়েছে, যাতে তারা ক্ষতি কাটিয়ে স্বাভাবিক জীবনে ফিরতে পারেন।
Leave a Reply