
কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি: এস এম মাসুদ
গাজীপুরের কাপাসিয়া উপজেলায় অবৈধভাবে মাটি উত্তোলন ও পরিবহনের দায়ে দুটি পৃথক অভিযানে ১ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার ( ৮ জানুয়ারি) দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে এই অভিযান পরিচালিত হয়।
গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেন কাপাসিয়ার সহকারী কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাহিদুল হক। এ-সময় মাটি কাটার সরঞ্জাম জব্দ করার পাশাপাশি অবৈধভাবে মাটি পরিবহনের দায়ে সংশ্লিষ্টদের ১,০০,০০০/- এক লক্ষ টাকা জরিমানা করা হয়। অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) নাহিদুল হক সংবাদমাধ্যমকে জানান, আইন অমান্য করে যারা কৃষিজমি বা নদীর পাড় থেকে অবৈধভাবে মাটি কাটছে, তাদের কোনো ছাড় দেওয়া হবে না। তিনি বলেন, “অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে প্রশাসনের নিরবচ্ছিন্ন অভিযান অব্যাহত আছে। জনস্বার্থে এবং পরিবেশ রক্ষায় এ ধরনের মোবাইল কোর্ট ভবিষ্যতে আরও জোরদার করা হবে।” স্থানীয়রা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং কৃষি জমি রক্ষায় এমন অভিযান নিয়মিত পরিচালনার দাবি জানিয়েছেন।
Leave a Reply