
তাহিরপুর সুনামগঞ্জ প্রতিনিধি
তাহিরপুর উপজেলার মাহরাম নদীর উৎস মুখের বাঁধ রক্ষার দাবিতে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে শিমুল বাগান সংলগ্ন মাহরাম নদীর উৎস মুখ এলাকায় প্রতিবাদ সমাবেশ হয়। এতে উত্তর বড়দল, দক্ষিণ বড়দল সহ বিভিন্ন ইউনিয়নের কৃষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মাহরাম নদীর উৎস মুখ রক্ষা কমিটির সভাপতি ও উত্তর বড়দল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, বিএনপি নেতা আবুল কাসেম সভাপতিত্বে এবং যুবদল নেতা আক্তার হোসেন ও সারোয়ার ইবনে গিয়াসের যৌথ সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ বড়দল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা আবুল কালাম আজাদ, বিএনপি নেতা মাওলানা আবুল কাসেম, মহিম উদ্দিন, উত্তর বড়দল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এনাম উদ্দিন তালুকদার প্রমুখ ।
বক্তারা বলেন, সরকারিভাবে যাদুকাটা-১ ও যাদুকাটা-২ ইজারা দেওয়া হলেও মাহরাম নদীর উৎস মুখের এলাকা কোনোভাবেই ইজারাভুক্ত নয়। প্রশাসন সঠিকভাবে সীমানা নির্ধারণ না করার সুযোগে একটি বালুখেকো চক্র দিনে-রাতে নদীর উৎস মুখ থেকে অবাধে বালু উত্তোলন করছে এতে প্রাকৃতিকভাবে নদীর মুখ ভরাট হয়ে যাওয়া বাঁধটি মারাত্মক হুমকির মুখে পড়েছে
বক্তারা আরও বলেন, এই বাঁধ ভেঙে গেলে ভাটি অঞ্চলের মাটিয়ান হাওরসহ আশপাশের একাধিক ছোট-বড় হাওরের ফসল রক্ষা করা কঠিন হয়ে পড়বে। পাহাড়ি ঢলে আগাম বন্যা দেখা দিলে বোরো ধান পানিতে তলিয়ে যাবে।তারা বলেন আমরা প্রশাসনের সহযোগিতার পাশাপাশি যারা নদীর ইজারা এনেছেন তাদেরও সহযোগিতা কামনা করছি।
Leave a Reply