
তাহিরপুর সুনামগঞ্জ প্রতিনিধি:
বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার শান্তি কামনায় সনাতন ধর্মাবলম্বীদের উদ্যোগে এক বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে।
বোধবার মধ্যনগর উপজেলার কাহালা গ্রামে বিশেষ এই প্রার্থনায় মনোরঞ্জন সরকারের সভাপতিত্বে নান্টু সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ-১ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী জনাব কামরুজ্জামান কামরুল। উপস্থিত ছিলেন স্থানীয় ইউনিয়ন বিএনপি এবং উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ কাহালা গ্রামের সকল সনাতন ধর্মাবলম্বী ভাই বোনেরা।
মনোরঞ্জন সরকার বলেন এই প্রার্থনা সভা মধ্যনগর উপজেলার স্থানীয় জনগণের মধ্যে এক নতুন ধারার সম্পর্কের প্রকাশ হিসেবে দেখা যায়, যেখানে সকল সম্প্রদায়ের মানুষ একত্রে নেত্রীর জন্য প্রার্থনা করেন।আমরা যে কোন সমস্যায় সুনামগঞ্জ এক আসনে ধানের শীষের মনোনয়ন প্রাপ্ত কামরুজ্জামান কামরুল সাহেব কে পাশে পাই। তিনি আমাদের সুখে দুঃখে সব সময় পাশে থেকে সহযোগিতা করে থাকেন।আমরা সকলেই ওনাকে বিজয়ী করার জন্য মাঠে কাজ করবো।
সুনামগন্জ এক আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী কামরুজ্জামান কামরুল বলেন, বাংলাদেশের রাজনীতিতে বেগম খালেদা জিয়া ছিলেন একজন অবিস্মরণীয় নেত্রী, তিনি কখনো অন্যায়ের সাথে আপোষ করেন নি। তিনি গনতন্ত্রের জন্য জীবনের শেষদিন পর্যন্ত যুদ্ধ করেছেন। তার অসময়ে চলে যাওয়া জাতির অপুরনীয় ক্ষতি হয়েছে।আজকে দেশের সকল সম্প্রদায়ের লোকজন তার বিদেহী আত্মার শান্তি কামনা করে প্রার্থনা করছেন।আমরা সকলে মিলে ওনার রেখে যাওয়া অসমাপ্ত কাজগুলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল বি এনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবো। আমি আপনাদের সন্তান হিসেবে অতিতে যেমনি আপনাদের পাশে ছিলাম বর্তমানে আছি এবং ভবিষ্যতেও আপনাদের পাশে থাকবো।
Leave a Reply