
হুমায়ুন কবির (ঠাকুরগাঁও) প্রতিনিধি:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঠাকুরগাঁও-৩ (রাণীশংকৈল–পীরগঞ্জ) আসনে জামায়াতে ইসলামীর নির্বাচনী কার্যক্রম জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌর শহরের চাঁদনি এলাকায় জামায়াতে ইসলামীর উপজেলা নির্বাচনী প্রচারণা অফিসের উদ্বোধন করা হয়েছে।
বুধবার বিকেল ৫টায় আনুষ্ঠানিকভাবে এ অফিসের উদ্বোধন করেন ঠাকুরগাঁও-৩ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী এবং উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মিজানুর রহমান মাস্টার। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা রজব আলী, পৌর জামায়াতের আমীর আব্দুল মাতিন বিশ্বাস ও সেক্রেটারি জিয়াউর রহমান।

এছাড়া উপজেলা ও পৌর জামায়াতের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা উলামা বিভাগের সভাপতি মাওলানা আনিসুর রহমান, পৌর উলামা বিভাগের সভাপতি মাওলানা মঈনউদ্দীন আহমদ, উপজেলা শ্রমিক কল্যাণ বিভাগের সভাপতি রফিকুল ইসলাম এবং উপজেলা যুব বিভাগের সভাপতি মোকাররম হোসাইন। অনুষ্ঠানে জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরসহ বিভিন্ন স্তরের প্রায় দুই শতাধিক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন। নেতৃবৃন্দ তাঁদের বক্তব্যে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেন।
Leave a Reply