
সেলিম মাহবুব,ছাতকঃ
সুনামগঞ্জের ছাতক উপজেলার উত্তর সুরমা ফকির টিলা টু সোনালী চেলার রাস্তার বেহাল দশা, প্রতিদিন হচ্ছে এক্সিডেন্ট, রাস্তার মধ্যখানে ছোট-বড় অনেক গর্ত রয়েছে এ রাস্তাটির মধ্যে। রাস্তায় অবস্থা জন্য ফ্যাসিস্ট আওয়ামী সরকার কোন উন্নয়ন ছোঁয়া লাগায়নি ১৭ বছর ক্ষমতায় থাকা অবস্থায়।
রাস্তাটি যেন মরণফাঁদে পরিণত হয়ে গেছে। স্হানীয়রা রাস্তাটি পুনরায় সংস্কারের জন্য প্রশাসনের প্রতি জোর দাবী জানান।
সোমবার দুপুরে রাস্তাটি সংস্কারের দাবিতে অটো সিএনজি চালকসহ এলাকার সাধারণ জনগণ রাস্তায় নেমে বিক্ষোভ করেন।
সিএনজি স্ট্যান্ড’র সাধারণ সম্পাদক খলিলুর রহমান, সিনিয়র সহ-সভাপতি মনফর আলী, সদস্য এহিয়া মিয়া, নরশিংপুর ইউনিয়নের খাইর গাও গ্রামের তেরা মিয়া, রহিমের পাড়ার আইয়ুব আলী, আব্দুল জলিল, আব্দুন নুর সহ প্রমুখ শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত থেকে বক্তব্য উপস্থাপন করেন।
বিভিন্ন জন তাদের বক্তব্য বলেন ২০২২ সালের স্মরণকালের ভয়াবহ বন্যায় রাস্তাটি ভেঙ্গে গেলেও এর পরবর্তী এখন পর্যন্ত রাস্তার কোনো সংস্কার হয় নাই। এমতাবস্থায় রাস্তা প্রতিনিয়ত এক্সিডেন্ট হচ্ছে।
উত্তর সুরমা এলাকার প্রায় কয়েক লাখ মানুষের একমাত্র যাতায়াতের রাস্তা এটি। কোমলমতি ছাত্র-ছাত্রীসহ ইমারজেন্সি রোগীদের জরুরী হাসপাতালে নিতে পোয়াতে হচ্ছে ভোগান্তি। জনস্বার্থে রাস্তাটি দ্রুত সংস্কার করার জোর দাবি জানান সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে।
Leave a Reply