
মোঃ মামুন হোসাইন।স্টাফ রিপোর্টার
পটুয়াখালীর লাউকাঠী এলাকায় ভাড়া চাওয়াকে কেন্দ্র করে এক রিকশাচালককে মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় মেহেদী মৃধা নামে এক যাত্রীর বিরুদ্ধে। গুরুতর আহত রিকশাচালকের নাম ইসমাইল সিকদার (৬৫)। তিনি দীর্ঘদিন ধরে এলাকায় রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করে আসছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাত প্রায় ৯ টার দিকে ইসমাইল সিকদারের রিকশায় চড়ে লাউকাঠী বাজার থেকে মেহেদী মৃধা তার বাড়ির সামনে আসে। গন্তব্যে পৌঁছানোর পর ইসমাইল ২০ টাকা ভাড়া চাইলে মেহেদী ক্ষিপ্ত হয়ে তাকে অশালীন ভাষায় গালাগাল করতে থাকে। একপর্যায়ে রিকশাচালক ইসমাইলের ওপর চড়াও হয়ে তাকে ঘার ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে মারধর করে। এতে ইসমাইল গুরুতর আহত হন। ঘটনার সময় অভিযুক্ত মেহেদীর বাবা মজিবুর মৃধাও উপস্থিত ছিলেন। তিনিও ভুক্তভোগীকে মারধর করছেন। ঘটনার বিষয়ে তিনি বলেন, তারা যেভাবে বলছে তেমন কোনো ঝামেলা হয় নাই।
স্থানীয়রা জানান, গরিব রিকশাচালকের ওপর এমন অন্যায় আচরণে ক্ষোভে ফুসে উঠেছে এলাকাবাসী। এছাড়াও মেহেদীর অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করায় স্থানীয় জুয়েল, রাসেল সহ কয়েক জনের বিরুদ্ধে মিথ্যা চাঁদা দাবির অভিযোগ করেছে। ঘটনার প্রত্যক্ষ ও পরোক্ষে সাক্ষীরা বলেন, এখানে বৃদ্ধ ইসমাইল সিকদারকে মারধর করায় মেহেদীকে জিজ্ঞেস করেন জুয়েল মৃধা। এসময় মেহেদী খারাপ আচরন করায় তাকে শাষন করলে কথিত কুচক্রী মহলের পরামর্শে হাসপাতাল ভর্তি হয়ে মিথ্যা চাঁদা দাবির সংবাদ প্রকাশ করায়। কোন চাঁদা দাবি করা হয়নি বরং মেহেদী নিজে অন্যায় করে দোষ এড়াতে এই ভুয়া সংবাদ ও চাঁদা দাবির অভিযোগ করে। বিষয়টি সম্পুর্ন ভুয়া মিথ্যা বানোয়াট। এছাড়াও পূর্বেও অভিযুক্ত মেহেদী মাদক গ্রহনসহ আরও অপরাধের সাথে জড়িত রয়েছে ভিডিও আছে। অভিযুক্তদের দ্রুত বিচারের দাবি জানিয়েছেন বিক্ষোভকারী এলাকাবাসী।
এ বিষয়ে ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মান্নান ফকির জানান, “ঘটনাটি শু অত্যন্ত দুঃখজনক আমরা বিষয়টি শুনেছি।
এদিকে মারধরে আহত ইসমাইল সিকদার প্রাথমিক চিকিৎসা গ্রহন করেছেন। স্থানীয়দের দাবি, এ ঘটনার সঠিক তদন্ত করে দোষীদের শাস্তি নিশ্চিত করতে হবে, না হলে এলাকায় ক্ষোভ আরও বাড়বে। আইনগত ব্যবস্থা না নিলে মাদকের সঙ্গে অপরাধমুলক কাজ বেড়ে যাবে বলে জানান।
Leave a Reply