
মোঃ মনজুরুল ইসলাম স্টাফ রিপোর্টারঃ
নাটোরের লালপুরে বিএনপি’র প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলের ব্যতিক্রমধর্মী আয়োজনে আনন্দঘন পরিবেশে ধান কাটা কর্মসূচি পালন করা হয়েছে ।
রবিবার উপজেলার ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় একযোগে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আনন্দঘন পরিবেশে এই কর্মসূচি পালিত হয়।
দলীয় সূত্রে জানা যায়, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নাটোর- ১ (লালপুর বাগাতিপাড়া) আসনে বিএনপির মনোনীত প্রার্থী নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও বিএনপি’র মিডিয়া সেলের অন্যতম সদস্য ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল মাঠে নেমে ব্যতিক্রমধর্মী উদ্যোগ গ্রহণ করেন। তিনি লালপুর উপজেলার ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় একযোগে ধান কাটা কর্মসূচির ঘোষণা দিলে দলীয় নেতা-কর্মীরা ব্যাপক উৎসাহে ও আনন্দঘন পরিবেশে নিজ নিজ ইউনিয়নে যথাযথভাবে এই কর্মসূচি পালন করেন ।
রবিবার (২৩ নভেম্বর) দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে লালপুর উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের নবীনগর, লালপুর ইউনিয়নের ডেবরপাড়া ও এবি ইউনিয়নের বামন গ্রামে দিনব্যাপী কর্মসূচিতে পুতুল নিজেই নেতাকর্মী ও কৃষকদের কাঁধে কাঁধ মিলিয়ে কৃষকের ধান কাটায় অংশ নেন। ধান কাটা শেষ না হওয়া পর্যন্ত তিনি মাঠে এই অবস্থান করেন।
স্থানীয় কৃষকরা জানান, ধানের মাঠে নেমে বিএনপি প্রার্থী পুতুলের এমন উদ্যোগে তারা উৎসাহিত হয়েছেন। এ সময় ব্যারিস্টার পুতুল বলেন, “কৃষক আমাদের দেশের প্রাণ, তাদের কষ্টের সময় পাশে দাঁড়ানো আমার দায়িত্ব-কর্তব্য ও অঙ্গীকার”। দিনভর উপজেলার দশটি ইউনিয়নের বিভিন্ন স্থানে এই ধানকাটা কর্মসূচি উৎসবমুখর পরিবেশের সম্পন্ন হয়। পুতুলের এই উদ্যোগ এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। এ সময় বিভিন্ন পাড়ায় গণসংযোগ কালে নারীদের মাঝে তিনি বলেন, ধান কাটার পর শুরু হবে মা-বোনদের নিয়ে পিঠা উৎসব। শীঘ্রই আয়োজন করা হবে।

এই কর্মসূচি পালনকালে উপস্থিত ছিলেন, লালপুর উপজেলা বিএনপির সদস্য সচিব ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হারুনার রশিদ পাপ্পু, গোপালপুর পৌর বিএনপি’র আহবায়ক ও পৌরসভার সাবেক মেয়র নজরুল ইসলাম মোলাম, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও বিলমাড়ীয়া ইউপি চেয়ারম্যান সিদ্দিক আলী মিষ্টু, উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুস সালাম, লালপুর ইউনিয়ন বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি, সাবেক সাংগঠনিক সম্পাদক ওয়ালিউর রহমান কিরণ, ঈশ্বরদী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আব্দুল আজিজ রনজু, এবি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আমিনুর রহমান মতি, সাধারণ সম্পাদক আবেদ আলী, উপজেলা বিএনপি নেতা ইকবাল হোসেন বাবলু, রফিকুল ইসলাম,
উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আশিকুর রহমান মুক্তি,
উপজেলা মৎস্যজীবী দলের সদস্য সচিব রফিকুল ইসলাম, লালপুর ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুজ্জামান বাপ্পী, যুগ্ম আহ্বায়ক হাবিবুল বাশার সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।
Leave a Reply