
বটিয়াঘাটা (খুলনা) প্রতিনিধি, রিপন রায়ঃ
বটিয়াঘাটা উপজেলার ঘাগড়ামারী গ্রামে গতকাল শনিবার বেলা ১২ টায় রূপালী মৎস্য এগ্রো ফার্ম পরিদর্শন শেষে মৎস্য চাষীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। সভায় সভাপতিত্ব করেন মৎস্য অধিদপ্তর’র খুলনা বিভাগীয় পরিচালক মোঃ জাহাঙ্গীর আলম। বটিয়াঘাটা মৎস্য অধিদপ্তর’র সিনিয়র মৎস্য অফিসার মোঃ সেলিম সুলতান’র সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মৎস্য অধিদপ্তর’র মহাপরিচালক ড. মোঃ আব্দুর রউফ, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের যুগ্মসচিব ড. আবু নঈম মোহাম্মদ আব্দুছ ছবুর, খুলনা বিভাগীয় প্রাণীসম্পদ অধিদপ্তর’র পরিচালক ডাক্তার মোঃ গোলাম হায়দার, খুলনা জেলা পুলিশ সুপার মোঃ মাহবুবুর রহমান, খুলনা জেলা মৎস্য কর্মকর্তা মোঃ বদরুজ্জামান, বটিয়াঘাটা উপজেলা নির্বাহী অফিসার থান্দার কামরুজ্জামান, বটিয়াঘাটা প্রাণীসম্পদ অফিসার ডাঃ তরিকুল ইসলাম,থানা অফিসার ইনচার্জ খন্দকার হাফিজুর রহমান,বাংলাদেশ ফ্রোজেন ফুড এক্সপোর্টর্স অ্যাসোসিয়েশন’র প্রেসিডেন্ট মোহাম্মদ শাজাহান চৌধুরী, বটিয়াঘাটা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার, যুগ্ম সাধারণ সম্পাদক শাওন হাওলাদার, দপ্তর সম্পাদক রিপন রায়।এছাড়া চিংড়ি সেক্টরের সাথে জড়িত বিভিন্ন স্টেক হোল্ডারবৃন্দ, মৎস্য চাষীবৃন্দ। উক্ত মতবিনিময় সভায় বাংলাদেশের জাতীয় সম্পদ বাগদা ও গলদা চিংড়িকে বাঁচিয়ে ভেনামি চিংড়ি চাষের বর্তমান অবস্থা ও উন্নতিকল্পে করণীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।
Leave a Reply