
তাহিরপুর সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের হাতিরঘাটা হাওরে একটি হাঁসের খামারে হামলা, মারধর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় খামার মালিকসহ তিনজন গুরুতর আহত হয়েছেন।
আহতরা হলেন—দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের লামাগাঁও গ্রামের মৃত ডুমন মিয়ার ছেলে শিপন মিয়া (৩৫), তার সহোদর ভাই হৃদয় মিয়া (২০) এবং খামারের কর্মচারী বকুল মিয়ার ছেলে সাকিব মিয়া (২৪)।
সোমবার (১২ জানুয়ারি) সকালে আহত শিপন মিয়া বাদী হয়ে তাহিরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে অভিযুক্ত করা হয়েছে উত্তর শ্রীপুর ইউনিয়নের পানিয়াখালি গ্রামের আব্দুর নুরের ছেলে জাহাঙ্গীর আলম (৫০), জমসেদ মিয়া (৩৬), তামজিদ মিয়া (৩০), একই গ্রামের মৃত শামছু মিয়ার ছেলে মুনছুর মিয়া (৩২), আকিক মিয়া (৩৪), দুলা মিয়ার ছেলে ছয়ফুল মিয়া (৩২) এবং মোবারক হোসেনের ছেলে সামরান মিয়া (৩৪) কে।
ভুক্তভোগী শিপনের লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, রবিবার (১১ জানুয়ারি) দুপুর আনুমানিক ৩টার দিকে পূর্ব শত্রুতার জেরে জাহাঙ্গীর আলমসহ অভিযুক্তরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তার হাঁসের খামারে হামলা চালায়। এ সময় হামলাকারীরা খামারের কর্মচারী সাকিব মিয়াকে মারধর করে বেঁধে রাখে এবং জোরপূর্বক প্রায় ৬৫০টি দেশীয় হাঁস লুট করে নিয়ে যায়, যার আনুমানিক বাজারমূল্য সাড়ে চার লাখ টাকা।
হামলায় বাধা দিতে গেলে শিপন মিয়া ও তার ভাই হৃদয় মিয়াকে দা, রড ও লাঠি দিয়ে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করা হয়। এছাড়া হামলাকারীরা তিনটি স্মার্টফোন ও দুটি বাটন ফোন ছিনিয়ে নেয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
আহতদের তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে হৃদয় মিয়ার অবস্থার অবনতি হওয়ায় তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে রেফার্ড করা হয়।
এ বিষয়ে তাহিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম জানান, লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply