
সেলিম মাহবুবঃ
ছাতকে পুলিশের অভিযানে বিভিন্ন মামলায় অভিযুক্ত চার জনকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার পুলিশ তাদের গ্রেপ্তার করেছে। এরমধ্যে একজন নারী আসামীও রয়েছেন।
ছাতক থানার মামলা নং- ০ ৯, তারিখ- ১২ জানুয়ারি ২০২৬ খ্রিঃ, ধারা-৩৯৯/৪০২ পেনাল কোড এর আসামি মোঃ আবুল কাশেম (৪০), পিতা-মোঃ আকবর আলী, সাং-বাঁশখলা, ৪নং ওয়ার্ড, ছাতক পৌরসভা ও আব্দুল্লাহ আল মামুন (৪০) পিতা-তাজ উদ্দিন, সাং-আন্দারীগাঁও, ৩নং ছাতক সদর ইউনিয়ন। এ মামলায় তাদের গ্রেপ্তার করা হয়।
ছাতক থানার এফআইআর নং- ০৮, তারিখ- ১২ জানুয়ারি ২০২৬ খ্রিঃ,ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর ৩৬ (১) সারণি ১৯ (ক)/৪১ এর আসামী বাবুল মিয়া (৪০), পিতা কালা মিয়া, সাং-চরেরবন্দ, ৮নং ওয়ার্ড, ছাতক পৌরসভা। তাকে পুলিশ গ্রেপ্তার করে।
সিআর-৫২৮/২৫ (ছাতক) এর ওয়ারেন্টভূক্ত আসামী মোছাঃ হুছনা বেগম (৫৩) পিতা-শুক্কুর আলী, স্বামী-ফয়জুল ইসলাম, সাং-বেতুরা, ইউপি-নোয়ারাই। এ নারী আসামি-কেও গ্রেপ্তার করা হয়েছে।
ছাতক থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. মিজানুর রহমান জানান, গ্রেপ্তার ৪ জন আসামি-কে সোমবার আদালতে সোপর্দ করা হয়েছে।
Leave a Reply