মোঃ কামাল পারভেজ,গাজীপুর জেলা প্রতিনিধি
গাজীপুরের শ্রীপুরে চাঁদাবাজি ও মারপিটের ঘটনায় জড়িত থাকার অভিযোগে রমজান আলী ভান্ডারী নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার উপজেলার মাওনা পল্লি বিদ্যুৎ মোড় থেকে তাকে আটক করা হয়।
আটক ব্যক্তি উপজেলার মুলাইদ গ্রামের মৃত সাদর আলীর ছেলে। তিনি উপজেলা শ্রমিক লীগের আহ্বায়ক কমিটির সদস্য।
জানা যায়, গতকাল বুধবার উপজেলার তেলিহাটি ইউনিয়নে পল্লি বিদ্যুৎ মোড়ে সিএনজিচালিত অটোরিকশা স্টেশনে চাঁদা আদায় এবং এক চালককে মারধর করে শ্রমিক লীগের নেতা রমজান আলী ভান্ডারী (৪৫) ও তার ছেলে। পরে এ ঘটনার বিচার দাবিতে চালকেরা গতকাল উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অবস্থান নেয়।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম বলেন, ‘শ্রমিক লীগের নেতার কাছে জিম্মি ১০০ অটোচালক নিকট হতে ২০০ টাকাকরে চাঁদা আদায় এই শিরোনামে একটি সংবাদ পত্রিকায় প্রকাশিত হয়। যা আমাদের দৃষ্টিগোচর হয়েছে। এর পরপরই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।
Design & Developed BY: ServerSold.com
https://writingbachelorthesis.com
Leave a Reply