আব্দুল হামিদ সরকার (নীলফামারী) প্রতিনিধি:
নীলফামারীর ডিমলা উপজেলা খালিশা চাপানী ইউনিয়নের ডালিয়া শৈলমারী গ্রামের আব্দুল কাদের এর ছেলে রেজাউল হক (রিজু) ও তার স্ত্রী রুবি বেগমের কর্তৃক জীবন নাশের হুমকির স্বীকার নাছির উদ্দিন।
জানা যায় নাছির উদ্দিনের নিকট রিজু ও তার স্ত্রী রুবি বেগম ৩০ শতাংশ জমি বন্ধক বাবদ ৭৫ হাজার টাকা হাতিয়ে নেওয়ার পরেও নাছির উদ্দিনকে জমি চাষাবাদ করতে দিচ্ছে বলে জানা যায়। ২২ জুলাই
এ বিষয় নাছির উদ্দিন অভিযোগ করে বলেন, বিগত ২০২২ সালে তার ভাই ও ভাবিকে জমি বন্ধক বাবদ টাকা দিলেও বর্তমানে টাকা ফেরত কিংবা জোত জমি ভোগদখল করিতে দিচ্ছে না বলেন জানান। তিনি আরও জানান টাকা চাহিতে গেলে প্রতিয়তই ডাংমার সহ প্রাণনাশের হুমকি ও নারী নির্যাতনের মামলা দিবে বলিয়া জানান।
এ বিষয় স্থানীয় চেয়ারম্যান/মেম্বারদের অবগত করেও তার ভাই ও ভাবি কারও কথায় কোনরূপ কর্ণপাত করিতেছে না বলে এলাকাবাসীগণ জানান।
Design & Developed BY: ServerSold.com
https://writingbachelorthesis.com
Leave a Reply