মোঃ মামুন হোসাইন। পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ
পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার গোলখালী ইউনিয়নের ০১ নং ওয়ার্ডের চর সুহরী গ্রামের আয়রন ব্রিজটি উপার দিয়ে শতশত লোকের আনাগোনা, চরসুহরী খেয়াঘাট ও সুহরী মরহুম ইউনুস মোল্লা বাড়ীর সামনে কমিউনিটি ক্লিনিকে সর্ব জন সাধারনে আসতে হয় চিকি?সার জন্য, ওই ব্রিজের উপার দিয়ে পারাপার হতে হয় ৫/৭ বছরে কোমল মতি শিশুদের স্কুলে যেতে হয় ব্রিজটি এখন চলাচলে আনউপজুগী ভাংগা ব্রিজ দিয়ে প্রায়ই শিশুরা ব্রিজের স্লাব ভাংগা দিয়ে হোসট খেয়ে ব্রিজের উপর থেকে নিচ পরে গিয়াছে গলাচিপা উপজেলা হাসপাতালে ভর্তি ছিল দির্গ দিন ৫ বছরে তারেক পিং মোঃ সবুজ এ বিষয় তারেকের বাবা জানায় যে আমার ছেলে ব্রিজের উপর দিয়ে নিচে পরে যান স্কুল থেকে আসার পথে ব্রিজের উপার থেকে নিচ পর্যন্ত ১০/১৫ ফুট খারা যায় গায় শিশুরা যদি
পরে যায় তা হলে শিশুটির মরেও যেতে পারে, তাই শিক্ষার চেয়ে বাসায় থাকাই ভাল, ১নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ দুলাল প্যাদা বলেন যে চর সুহরী ব্রিজটি আসলেই কাজ করা দরকার জরুরি না হলে বৃস্টির মধ্য আসতে অনেক কস্ট হয় বিষয়টি চেয়ারম্যানকে জানাইছি, এ বিষয় ২নং গোলখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃনাসির উদ্দিন হাওলাদার বলেন এই তো ব্রিজের কাজ ধরবো ধরছি এ কথাই বলছে।
এবিষয় মাননীয় সাংসদ সদস্য পটুয়াখালী ৩ গলাচিপা দশমিনা এমপি এস এম শাহজাদ মোঠো ফোনে ফোন দিলে তিনি বলেন আমাকে চর সুহরী ব্রীজের ভিডিও পাঠান এবং ঠিকানা দেন।
Design & Developed BY: ServerSold.com
https://writingbachelorthesis.com
Leave a Reply