মোঃ মামুন হোসাইন।পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ
পটুয়াখালীতে তথ্য কমিশন ও জেলা প্রশাসনের যৌথ আয়োজনে তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ক জনঅবহিতকরন
সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯সেপ্টেম্বর) দুপুরে জেলা শিল্পকলা একাডেমি মিলায়তনে
জেলা পর্যায়ে তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ে জনঅবহিতকরন সভা অনুষ্ঠিত হয়। জনঅবহিতকরন সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ তথ্য কমিশনের প্রধান তথ্য কমিশনার ড,আব্দুল মালেক প্রধান তথ্য কমিশনার, তথ্য কমিশন বাংলাদেশ। সভায় সভাপতিত্ব করেন পটুয়াখালী জেলা প্রশাসক মোঃ নুর
কুতুবুল আলম। বিশেষ অতিথি হিসেবে
বক্তব্য রাখেন ড, মুহাম্মাদ আব্দুল হাকিম পরিচালক (প্রশাসন) তথ্য কমিশন বাংলাদেশ, এছাড়াও উপস্থিত ছিলেন পুলিশ সুপার বিপিএম, পিপিএম মোঃ সাইদুল ইসলাম,
পটুয়াখালী জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডঃ মোঃ হাফিজুর রহমান হাফিজ ও পৌরসভার মেয়র মোঃ মহিউদ্দিন আহাম্মেদ, বীর মুক্তিযোদ্ধা শাহজাহান মিয়া, উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ মোঃ গোলাম সরোয়ারসহ গুনিজন এসময় মঞ্চে উপস্থিত ছিলেন। প্রধান তথ্য কমিশনার বলেন, বাংলাদেশের সংবিধানে ১৯৯৮টি আইন আছে। তার মধ্যে ১৯৯৭টি আইন দ্বারা রাষ্ট্র
জনগনকে শাসন করে, আর একটি মাএ আইন তথ্য অধিকার আইন দ্বারা জনগণ রাষ্ট্রেকে শাসন করে।
সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কার্যক্রমের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে
এবং দুর্নীতি নিয়ন্ত্রণে এ আইন গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করবে।
তিনি আরও বলেন, রাষ্ট্রের মালিক জনগণ। তথ্য অধিকার আইন বিষয়ে সচেতন করার লক্ষ্যে সরকার সারাদেশের সব জেলা ও উপজেলা পর্যায়ে এ অবহিতকরন সভার উদ্যোগ
নিয়েছে। তারই ধারাবাহিকতায়
এ জন অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়। এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, ইউপি সচিব ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
Design & Developed BY: ServerSold.com
https://writingbachelorthesis.com
Leave a Reply