মোঃ জাকির হোসেন স্টাফ রিপোর্টার
মীলাদুন্নবীর আহবান সমাজের রন্দ্রে রন্দ্রে ছড়িয়ে দিতে হবে
ঈদে মীলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া জুড়ী উপজেলা শাখার ঈদে মীলাদুন্নবী (সা.) এর র্যালি ২৮ সেপ্টেম্বর (বৃহ:বার) জুড়ী উপজেলার হাজার হাজার মানুষের স্বতঃস্ফুর্ত অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে। এ র্যালিতে অংশগ্রহণের জন্য সকাল থেকেই জুড়ী শিশুপার্কে প্রত্যন্ত অঞ্চল থেকে সর্বস্তরের ছাত্র-জনতা জমায়েত হন। সকাল ১১টা থেকে যুহরের পূর্ব পর্যন্ত প্রিয়নবী (সা.) এর জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন বিভিন্ন স্তরের নেতা-কর্মী ও অতিথিবৃন্দ।
বাদ যুহর শুরু হয় র্যালি। প্রিয়নবীর শানে রচিত কালজয়ী নানা কবিতার শ্লোক অঙ্কিত নানা রঙের ফেস্টুন ও প্লেকার্ড র্যালিতে শোভাবর্ধন করে। আশিকে রাসুল ছাত্রজনতার সুরে সুরে ধ্বনিত হয় প্রিয়নবীর প্রশংসাগীতি। সালাম সালাম নবী সালাম সালাম, মাওলা ইয়া সাল্লি ওয়া সাল্লিম, বালাগাল উলা বি-কামালিহি, শামসুদ্দোহা আসসালাম, এরকম অগণিত নাত-এর সুমধুর সুর লহরি শহরের আকাশ বাতাস মুখরিত করে।
র্যালিপূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা তালামীযের সাধারণ সম্পাদক মোঃ নাসির খাঁন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রচন্ড রৌদ্রের মাঝে মীলাদুন্নবীর মাহফিলে উপস্থিত হয়ে আপনারা প্রমাণ করেছেন আপনাদের মধ্যে নবী প্রেম রয়েছে। আমরা শুধুমাত্র রবিউল আউয়াল মাসে মীলাদুন্নবীর মাহফিল করিনা আমরা পুরো বছরের যে কোনো দিন এমন আয়োজন করে থাকি৷ যারা মীলাদুন্নবীর বিরুধীতা করে তাদের দিকে না তাকিয়ে আপনাদেরকে মীলাদুন্নবীর আহবান সমাজের রন্দ্রে রন্দ্রে ছড়িয়ে দিতে হবে।
জুড়ী উপজেলা তালামীযের সভাপতি এমরান হোসেন এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এম এ সামাদ পারভেজ এর পরিচালনায় র্যালী পূর্ব আলোচনা সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন জুড়ী উপজেলা তালামীযের সহ-সাধারণ সম্পাদক লুৎফুর রহমান শাহান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন আনজুমানে আল ইসলাহ জুড়ী উপজেলা শাখার সভাপতি মাওলানা আব্দুস শহীদ, সাধারণ সম্পাদক হাফিজ সিরাজ উদ্দিন, নারায়ণগঞ্জ জেলা তালামীযের সহ-সভাপতি মাওলানা সালাউদ্দিন, মৌলভীবাজার জেলা তালামীযের সহ প্রচার সম্পাদক আবুল হোসেন, জুড়ী উপজেলা আল ইসলাহ’র সাংগঠনিক সম্পাদক কাজী ময়নুল ইসলাম, জুড়ী শহর আল ইসলা’র সাধারণ সম্পাদক এম এ মকসুদ জুনেদ, জুড়ী উপজেলা তালামীযের সাবেক সভাপতি হাফিয আইন উদ্দিন,নজরুল ইসলাম খামিছ, সদর জায়ফরনগর ইউনিয়ন আল ইসলাহ’র সভাপতি মুফতি আলী হোসাইন গাজী, পূর্বজুড়ী ইউনিয়ন আল ইসলাহ’র সাধারণ সম্পাদক মাওলানা শাহাব উদ্দিন।
র্যালীতে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এস,এম জাকির হোসাইন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মাসুক মিয়া, মৌলভীবাজার টাউন কামিল মাদ্রাসা শাখার সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, আল ইসলাহ জুড়ী উপজেলা শাখার সহ সভাপতি হাফিজ বদরুল ইসলাম, হাফিজ আনফর আলী, জুড়ী উপজেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি মঞ্জুরে আলম লাল, বর্তমান সভাপতি সিরাজ উদ্দিন, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, উপজেলা আল ইসলাহ’র সহ-সাধারণ সম্পাদক হাফিজ মোহাম্মদ আলী লুজু, জুড়ী শহর আল ইসলাহ’র সভাপতি মাহবুব আলম আয়াজ, সহ সভাপতি জাবেল আহমদ, , সহ-সাধারণ সম্পাদক হাফিজ জমির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ কামরুল ইসলাম, ফুলতলা ইউনিয়ন আল ইসলাহ’র সভাপতি মাওঃ গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক মাওলানা সাইদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হাফিজ আশিকুর রহমান।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন জুড়ী উপজেলা তালামীযের সহ-সভাপতি বেলাল হোসাইন, হাফিয লুৎফুর রহমান, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম সরকার, হুছাম উদ্দিন মাছুম, পশ্চিম জুড়ী ইউনিয়ন তালামীযের সভাপতি মুমিনুল ইসলাম, সদর জায়ফরনগর ইউনিয়ন তালামীযের সভাপতি মেহেদী হাসান ইমন, গোয়ালবাড়ি ইউনিয়ন তালামীযের সভাপতি শরীফ উদ্দিন, পূর্বজুড়ী ইউনিয়ন তালামীযের সভাপতি রাসেল আহমদ, সাগরনাল ইউনিয়ন তালামীযের সভাপতি জাবেদ আহমদ, ফুলতলা ইউনিয়ন তালামীযের সভাপতি আব্দুল ওয়াদুদ প্রমুখ।
জুড়ীবাসীর প্রতি কৃতজ্ঞতা: জুড়ী উপজেলা তালামীয কর্তৃক আয়োজিত ঈদে মীলাদুন্নবী (সা.) র্যালিকে সফল ও সার্থক করে তোলা সহ সর্বাত্মক সহযোগিতার জন্য সর্বস্তরের মুসলিম জনতা, প্রশাসন, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়া কর্মীদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন জুড়ী উপজেলা তালামীযের সভাপতি এমরান হোসেন। র্যালির কারণে জুড়ী শহরে যাতায়াতে সাময়িক বিঘ্ন ঘটায় আন্তরিক দুঃখ প্রকাশ করেছেন।
Design & Developed BY: ServerSold.com
https://writingbachelorthesis.com
Leave a Reply