ওসমান গনি,গজারিয়া প্রতিনিধিঃ
মুন্সিগঞ্জ গজারিয়া উপজেলা একাত্তর টেলিভিশনের গজারিয়া সংবাদদাতা ও জাতীয় দৈনিক আজকের পত্রিকা গজারিয়া প্রতিনিধি ও সাংবাদিক মো শাহাদাত হোসেন সায়মন এর মেয়ে নওরীন জাহান সাইবা ০৮ তম জন্মদিন আজ।আজকের এই দিনে পরিবারে আনন্দের আলো ছড়িয়ে এই সুন্দর পৃথিবীর আলো দেখেছিল নওরীন জাহান সাইবা। নওরীন জাহান সাইবার বর্তমান আল মদিনা প্রি- ক্যাডেট স্কুলে নার্সারিতে পড়াতছে।
তার জন্য দোয়া চেয়ে সাংবাদিক শাহাদাত হোসেন সায়মন বলেন, মানুষের প্রকৃত ধর্ম হচ্ছে মানবতা। আমার মেয়ে যেন মানবতার কল্যাণে নিজেকে উৎসর্গ করতে পারে। সে যেন দেশ ও জাতির কল্যাণে কাজ করতে পারে। সকল মোমিন, মুসলিম ভাই ও বোনেরা তার জন্য দোয়া করবেন। আমিন
সেই সাথে দীর্ঘায়ু কামনা করেছেন নওরীন জাহান সাইবার পিতা-মাতা, নানা ভাইয়া-নানী , মামা, চাচা – চাচী, ছোট ভাইসহ সকল আত্মীয় স্বজনরা আগামী দিনে সুস্বাস্থ্য, সমৃদ্ধি ও উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার লক্ষে দোয়া কামনা করেছেন।নওরীন জাহান সাইবার শুভ জন্মদিনে আমরা এই প্রত্যয় করছি য এমন জীবন করিবে গঠন..মরনে হাসিবে তুমি কাদিবে ভূবন””
Design & Developed BY: ServerSold.com
https://writingbachelorthesis.com
Leave a Reply