রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে হরতাল ও ভোট বর্জনের সমর্থনে রানীশংকৈল পৌর বিএনপি ও ছাত্রদলের উদ্যোগে শনিবার ৬ ডিসেম্বর সন্ধ্যায় একটি নির্বাচন বর্জনের খটিকা মিছিল বের করা হয়।
এ সময় পৌর শহরের বিভিন্ন দোকান পাট ও পথচারীদের মধ্যে আতংকের সৃষ্টি হয়। মিছিলটি শহরের চৌরাস্তা মৌড় থেকে বের হয়ে পৌরশহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।
এ সময় মিছিলটিতে বিএনপির নেতা কর্মিরা বিভিন্ন শ্লোগান দিয়ে বলেন,
ভোট দিতে যাবে যে, গণতন্ত্রের শত্রু সে। প্রহসনের নির্বাচন মানি না, মানি না। নিশি রাতের নির্বাচন মানি না মানবো না। পরে তারা পৌরশহরে বিভিন্ন দোকান পাট ও পথচারীদের মাঝে ভোট বর্জনের লিফলেটে বিতরণ করেন।
এ ব্যপারে রাণীশংকৈল থানা অফিসার ইনচার্জ সোহেল রানা বলেন, খরব পেয়ে আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি পরে সেখানে কাওকে পাওনা যায়নি।
উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা রকিবুল হাসান জানান,
আমি খবর পেয়েছি, তবে আইনশৃঙ্খলার কোন অবনতি ঘটেনি। আমাদের আইনশৃঙ্খলা বাহিনী সব সময় সোচ্চার রয়েছে।
Leave a Reply