মোঃ জাকির হোসেন স্টাফ রিপোর্টার।
৭ আর্মড পুলিশ ব্যাটালিয়ান, সিলেট এর অধিনায়ক, অতিরিক্ত ডিআইজি, খন্দকার ফরিদুল ইসলাম এর নির্দেশনায় ২৩/১২/২৩ খ্রিঃ তারিখ দুপুর ১২.৩০ ঘটিকার সময় সহকারী পুলিশ সুপার, মোঃ আছাবুর রহমান এর তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক (নিঃ) এস এম আল মামুন নেতৃত্বে এসএমপি, সিলেট এর দক্ষিণ সুরমা থানাধীন ঢাকা সিলেট মহাসড়কের ৭-এপিবিএন, সিলেট পুলিশ লাইন্সের সামনে অভিযান পরিচালনা করে আলিম উদ্দিন (২৩) ও মোঃ শাহ কামাল মন্ডল (৩২) এর নিকট হতে ০১ (এক) টি কাভার্ডভ্যান ভর্তি অবৈধভাবে ভারত থেকে আসা ৫,৪৭২ (পাঁচ হাজার চারশত বাহাত্তর) প্যাকেট ভারতীয় তৈরি ফুসকা আটক করা হয়।
ভারতীয় ফুসকাসহ জব্দকৃত কাভার্ডভ্যান এর রেজিঃ নম্বর- ঢাকা মেট্রো ড-১২-৪৫০১, ইঞ্জিন নং- E413CDNB381345 এবং চেসিস নং- MC2B8HRC0NB502129।
আটক আলিম উদ্দিন (২৩), এর পিতা- নূর মিয়া, সাং-হরিপুর লামা শামপুর, থানা-জৈন্তা, জেলা- সিলেট এবং মোঃ শাহ কামাল মন্ডল (৩২) এর পিতা- মৃতঃ আহম্মদ মন্ডল, সাং-দারিয়াপুর, থানা- বেলকুচি, জেলা- সিরাজগঞ্জ।
এসআই (নিঃ)/৭০৩৮ মোঃ আবুল বাশার ঘটনার বিষয়ে বাদী হয়ে দক্ষিণ সুরমা থানায় এজাহার দায়ের করেন।
Design & Developed BY: ServerSold.com
https://writingbachelorthesis.com
Leave a Reply