কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি: এসএম মাসুদ
গাজীপুরের কাপাসিয়ায় ২১ শে’ ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ১৪ জানুয়ারি সকাল ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা সভাকক্ষে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী সিদ্দিকী এর সভাপতিত্বে , উপজেলা পরিষদ চেয়ারম্যান আমানত হোসেন খাঁন, ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, মহিলা ভাইস চেয়ারম্যান রওশন আরা সরকার, পুলিশ পরিদর্শক (অপারেশন) সঞ্জয় চক্রবর্তী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবদুস সালাম, কৃষি কর্মকর্তা সুমন কুমার বসাক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কোহিনূর রহমান, বীর মুক্তিযোদ্ধাগন,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানসহ উপজেলায় কর্মরত বিভিন্ন দফতরের কর্মকর্তাবৃন্দ ও স্থানীয় প্রিন্ট ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
এ-সময় সভায় সিদ্ধান্ত হয় ২০ফেব্রুয়ারি দিনগত রাত ১২টা ১ মিনিটে সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হবে। ২১ ফেব্রুয়ারি সকালে সরকারি বেসরকারি প্রতিষ্ঠান গুলোতে জাতীয় পতাকা উত্তোলন,সকাল ১০টায় শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা,দুপুরে মসজিদ-মন্দিরে ভাষা শহীদদের জন্য বিশেষ প্রার্থনা এবং বিকেলে একুশের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
Leave a Reply