সেলিম মাহবুব,সিলেটঃ
ছাতক পৌর শহরের মেহতাজ শপিং সিটির দুই টি দোকানে চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার সকালে চোরেরা মার্কেটে ঢুকে দুই টি দোকানের তালা কেটে দোকান থেকে প্রায় ১১ লক্ষ টাকা মুল্যের বিভিন্ন ব্রান্ডের মোবাইল ও মোবাইল সামগ্রী চুরি করে নিয়ে যায়। মেহতাজ শপিং সিটির এরশাদ আলীর মালিকানাধীন এম. আই. টেলিকম ও শাহিন আহমদের মালিকানাধীন মোবাইল মিডিয়া নামক দোকানে এ চুরি সংঘটিত হয়েছে। এরশাদ আলী জানান, শুক্রবার দোকানে এসে দোকান ঘর চুরি হয়েছে দেখতে পান তিনি। এই মার্কেটের দোকান গুলো খোলা হয় ১০টা থেকে সাড়ে ১০ টার মধ্যে। সাড়ে ৮ টা ৯ টায় মার্কেটের মেইন গেইট খোলা হয়ে থাকে। মার্কেটের মেইন গেইট খোলার পর দোকানে চুরি সংঘটিত হয়েছে। তিনি বলেন, মার্কেটের সামনের সি সি ক্যামেরার ফুটেজ প্রত্যক্ষ করে দেখা গেছে সকালে চোরেরা চুরি করেছে। তবে লোক চেনা যাচ্ছেনা। এ ব্যাপারে এরশাদ আলী বাদি হয়ে ছাতক থানায় একটি অভিযোগ দেয়া হয়েছে।
Leave a Reply