শাহরিয়ার শাকিল,স্টাফ রিপোর্টার
নিজেদের টাকায় বড়লেখা হাজীগঞ্জ বাজারের সর্ব বৃহৎ কাচামালের পাইকারি রেলওয়ে মার্কেটের ভিতরের সাস্তা ঢালাই করলেন রেলওয়ে মার্কেটের ব্যবসায়ীরা।
সরেজমিনে গিয়ে দেখা যায়,রেলওয়ে মার্কেটের ভিতরের রাস্তা দিয়ে হাজারো মানুষের যাতায়াত। সামান্য বৃষ্টি হলেই দীর্ঘমেয়াদী দুর্ভোগের সৃষ্টি হয়। খানাখন্দ ভরা এ রাস্তায় মাঝেমধ্যেই ঘটে যানবাহনের দুর্ঘটনা। হাজার হাজার লোকের চলাচলের একমাত্র রাস্তাটি একটু বৃষ্টি হলেই ব্যবহারের অনুপযোগী হয়ে উঠে ছিল।ব্যবসায়ি ও পথচারীদের দাবীর প্রেক্ষিতে রেলওয়ে মার্কেটের ব্যবসায়ীরা নিজ অর্থায়নে রাস্তাটি নির্মাণ করে দৃষ্টান্ত স্হাপন করলেন।
পথচারী ভুক্তভোগী ও ব্যবসায়িদের দীর্ঘদিনের দাবি ছিল এ রাস্তাটি সংস্কারের। বারবার প্রশাসনের সুদৃষ্টি কামনা করলেও নজরে আসেনি। বাধ্য হয়ে ব্যবসায়ীরা নিজেদের অর্থে প্রায় ৮ লক্ষ ৫০ হাজার টাকা ব্যয়ে রাস্তাটি নির্মাণ করেছেন।
তাঁদের এমন মহতি উদ্যোগে বাজারের ব্যবসায়ীরা আনন্দের জোয়ারে ভাসছেন। কারণ দীর্ঘদিন যাবত সংস্কার না হওয়ায় ওই রাস্তাটি অসংখ্য ছোট বড় গর্ত হয়ে সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা হয়ে চলাচলের অনুপযোগি হয়ে পড়তো। তাই দীর্ঘকাল চরম দুর্ভোগে ছিলেন বাজারের ব্যবসায়ী ও সাধারণ জনগন। বিশেষ করে বর্ষা মৌসুমে দুর্ভোগ আরোও বেড়ে যেত। ওই রাস্তা দিয়ে নিয়মিত ব্যবসায়ীরা পণ্যবাহি ট্রাক,লরি সহ বিভিন্ন যানবাহন আনা নেয়া করেন। সম্প্রতি রাস্তাটি এতোটাই খারাপ হয়ে গিয়েছিল যে, যানবাহন চলাচল তো দুরের কথা পায়ে হেটে চলাচল দুস্কর হয়ে পড়েছিল। বাধ্য হয়ে জনদুর্ভোগ লাঘবে ব্যবসায়িরা ব্যক্তিগত অর্থায়নে রাস্তাটি’র উন্নয়ন কাজ করে দিয়েছেন।
শনিবার সন্ধ্যায় ওই বাজারে সরজমিন গিয়ে দেখা যায়, বাজারের জরাজীর্ণ রাস্তাটিতে আর কাদা মাটি নেই। কোথাও জলাবদ্ধতা নেই। বাজারের ব্যবসায়ী ও সাধারণ জনগন জানান, ব্যবসায়িদের ব্যক্তিগত অর্থায়নে এ রাস্তার কাজ করে দীর্ঘদিনের দুঃখ দুর্দশা লাঘোব করেছেন।
Leave a Reply