মোঃ দুলাল মিয়া ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি
মুক্ত হস্তে দান করুন রাজনগর উপজেলার ইন্দানগর পাণ পুঞ্জি জাদুর গুল হযরত শাহজালাল (রহঃ)লতিফিয়া হাফিজিয়া দাখিল মাদৃরাসা ও এতিম খানা আজ ২২ (মার্চ) শুক্রবার. যুক্তরাজ্য প্রবাসী মাজেদা আলী পরিবার পক্ষ থেকে নতুন একতালা বিশিষ্ট ভবন বৃত্তি স্থাপন শুভ উদ্বোধন করেন। বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক শিক্ষা অনুরাগী হাজী আতাউর রহমান। বিআইডিসি বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক হাজী বোরহান উদ্দিন। সমাজ সেবক আব্দুল্লা শামসুজ্জামান দিনার।হযরত শাহজালাল (রহঃ) লতিফিয়া হাফিজিয়া দাখিল মাদৃরাসা
ও এতিম খানা প্রতিষ্ঠাতা পরিচালক মোহাম্মদ হুসাইন বাবু। মাদসার সুপার আব্দুল বাতেন। মাদৃরাসা পরিচালনা কমিটির সদস্য নজির আলী রুবেল.হাফিজুল ইসলাম কুদ্দুস। মোহাম্মদ আব্দুল মুহিত। মাদৃরাসা শিক্ষক হাফিজ কয়েস আহমদ। মিফতাহুল করিম সেজু। নজির আহমদ. এলাকার বিশিষ্ট মুরব্বি মোহাম্মদ মনু মিয়া. রাজু মিয়া. শহিদুল রহমান. সাইফুল ইসলাম. এন পি সি ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ রুবেল আজম. পুরান বাজার এলাকার তাজুল ইসলাম. শিলু মিযা. সুহেল আহমদ. আদনান আহমদ। প্রমুখ।
Leave a Reply