মোঃ মামুন হোসাইন।স্টাফ রিপোর্টার
পটুয়াখালীতে ডাকাতি ও খুনসহ ১২ টি মামলার পলাতক কুখ্যাত ডাকাত সরদার সাইদুর রহমান মানিক মৃধা (৩৫) কে আটক করেছে পুলিশ। তার বিরুদ্ধে ০৯ টি ডাকাতি, ০২ টি অস্ত্র ও ০১ খুনের মামলা সহ মোট ১২টি মামলা রয়েছে এবং তিনি ০৮ বছর ধরে পলাতক ছিলো। মানিক সদর উপজেলার মরিচবুনিয়া ইউনিয়নের বাজারঘোনা গ্রামের বাসিন্দা সত্তার মৃধার ছেলে।
পটুয়াখালী সদর থানার এসআই (নিঃ) দিপায়ন বড়াল এর নেতৃত্বে একটি আভিযানিক দল দেশের বিভিন্ন এলাকায় একাধিকবার অভিযান পরিচালনা করেন। অবশেষে ৩১ মার্চ বিকাল ৩.১৫ টায় র্যাবের সহায়তায় নারায়নগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকা হতে কুখ্যাত ডাকাত সরদার মানিক মৃধাকে গ্রেফতার করতে সক্ষম হয়। সে ঢাকা ও নারায়নগঞ্জ এলাকায় নাম গোপন করে সিকিউরিটি প্রতিষ্ঠানে চাকুরী করত। পুলিশ গ্রেফতারকৃত মানিককে জিজ্ঞাসাবাদের সূত্রমতে জানায়, ডাকাত মানিক মাসের মধ্যে অন্তত পক্ষে ১৫ দিন বরিশাল, পিরোজপুর, বরগুনা, ভোলা, মাদারীপুর, ফরিদপুর, পটুয়াখালী, মুন্সিগন্জ, গাজীপুর সহ বিভিন্ন এলাকায় ডাকাতি ও দস্যুতা করে মানুষের সর্বস্ব হাতিয়ে নেয় এবং বড় বড় উৎসবের সময় তার ডাকাতির পরিমান বেড়ে যায় বলে ওসি মোঃ জসিম উদ্দিন জানান।
Design & Developed BY: ServerSold.com
https://writingbachelorthesis.com
Leave a Reply