মনজুরুল ইসলাম স্টাফ রিপোর্টারঃ
নাটোরে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে। ঈদের নামাজ আদায় করতে ভোর থেকে দলে দলে মুসল্লিরা ঈদগাহ মাঠে প্রবেশ করেন।
বৃহস্পতিবার (১১ এপ্রিল) সকাল ৭টায় পবিত্র ঈদুল ফিতরের প্রথম জামাত কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়। প্রথম জামাতের ইমামতি করেন আলাইপুর মারকাজ মসজিদের ইমাম মওলানা মফিজুর রহমান মফিজ। একই মাঠে সকাল ৭ টা ৪৫ মিনিটে ঈদের দ্বিতীয় জামাতের ইমামতি করেন কান্দিভিটা জামে মসজিদের ইমাম মাওলানা গোলাম মোস্তফা। পরে ঈদের জামায়াত শেষে খুতবা পাঠ করেন ইমামরা। এরপর দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
এছাড়া শহরের মল্লিকহাটি ঈদগাহ মাঠ, কেন্দ্রীয় জামে মসজিদ মাঠ, নিচাবাজার মসজিদ মাঠ, গাড়িখানা মসজিদ মাঠ, এনএস কলেজ মাঠ, বুড়া দরগার মাঠ, হরিশপুর ঈদগাহ মাঠ, বেলঘড়িয়া ঈদগাহ মাঠ, হরিশপুর ঈদগাহ মাঠ, সুগির মিলস ঈদগাহ মাঠসহ বিভিন্ন স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।
কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদের জামাতত আদায় করেন— নাটোর-২ (নাটোর সদর -নলডাঙ্গা) আসনের সংসদ সদস্য মো. শফিকুল ইসলাম শিমুল, জেলা প্রশাসক আবু নাছের ভূঁঞা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মাসুদুর রহমান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. শরিফুল
ইসলাম রমজান, সাবেক প্রতিমন্ত্রীর আহাদ আলী সরকার, নাটোর সদর উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান আব্দুল্লাহ আল সাকিব বাকি, নাটোর পৌরসভার প্যানেল মেয়র আরিফুর রহমান মাসুমসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, নাটোরে ৭ উপজেলা ও ৮টি পৌরসভার ৮৩৬টি ঈদগাহ মাঠে ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়।
Leave a Reply