মোহাম্মদ মাসুদ
চট্টগ্রামে প্রবাসীর স্বর্ণ ছিনিয়ে পালানোর সময় পুলিশ কর্মকর্তা সোর্সসহ ধরা খেল জনতার হাতে। রক্ষক যদি হয় ভক্ষক। জনমনে নেতিবাচক মনোভাব। প্রশ্ন উঠে জনমনে ছিনতাইকারী ধরবে যারা তাঁরাই যদি হয় ছিনতাইকারীর নেপথ্যে আশ্রয় প্রশ্রয়ে প্রতক্ষ্য পরোক্ষভাবে কারসাজিতে জড়িত।
যদি পুলিশ করে ছিনতাই। তাহলে কি আর করা। স্বর্ণ ছিনিয়ে নেওয়ার ঘটনায় এসআই আমিনুল গ্রেপ্তার। নাকি পুলিশ হেফাজতে। নাকি ঘটনা ভিন্ন দিগে মোড় ঘোড়ানোর অপচেষ্টা। নাকি তদন্ত কমিটির নামে থেকে যাবে ধরাছোঁয়ার নাগালের বাইরে। নানা প্রশ্ন উঠে জনমনে।
রোববার (১৯ মে) বিকেলে পাঁচলাইশ থানা এলাকার টাইগার পাস অংশে এ ঘটনা ঘটে।
চট্টগ্রামে পাঁচলাইশ থানাধীন টাইগার পাস এলাকায় স্বর্ণ ছিনিয়ে নিয়ে পালানোর সময় আমিনুল ইসলাম নামে পুলিশের এক উপপরিদর্শককে আটক করে জনতা।
স্থানীয় সূত্রে জানা গেছে, নগরীর টাইগারপাস এলাকায় এক ব্যক্তির কাছ থেকে স্বর্ণ ছিনিয়ে নিয়ে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন ওই পুলিশ কর্মকর্তাকে ধাওয়া দেয়।
চট্টগ্রাম মহানগরীর খুলশী থানাধীন আখতারুজ্জামান ফ্লাইওভারে আব্দুল মালেক নামে এক প্রবাসীর কাছ থেকে স্বর্ণ ছিনিয়ে নেওয়ার ঘটনায় নগরের খুলশী থানার উপ-পরিদর্শক (এসআই) আমিনুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (উত্তর) মো. মোখলেসুর রহমান গণমাধ্যমে বলেন, এক প্রবাসীর কাছ থেকে স্বর্ণ ছিনিয়ে নেওয়ার ঘটনায় নগরের খুলশী থানার উপ-পরিদর্শক (এসআই) আমিনুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি বলেন, ‘খুলশী থানার উপ-পরিদর্শক আমিনুল ইসলামকে ১৬ ভরি স্বর্ণসহ আটক করা হয়। এক ব্যক্তির কাছ থেকে তিনি স্বর্ণ ছিনিয়ে নেওয়ার সময় স্থানীয়রা তাকে আটক করে। এ বিষয়ে বিস্তারিত খুলশী থানার ওসি বলতে পারবে।
তার বিরুদ্ধে নগরের খুলশী থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মামলার বিষয়ে জানতে খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নেয়ামত উল্লাহকে মোবাইলে যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ না করেনি। বিষয়টি জানতে চাইলে খুব ব্যস্ত আছেন বলে কেটে দিয়েছেন। আর কোন বক্তব্য নেয়া যায় নি।
Leave a Reply