মোহাম্মদ মাসুদ
কক্সবাজারের টেকনাফে বিজিবি’র টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অভিযানে ৩.১ কেজি ক্রিস্টাল মেথ আইসসহ ০২ জন পাচারকারী
মিয়ানমার নাগরিক আটক।
আজ ৩১মে,(শুক্রবার) বিজিবির তথ্যে জানান
গতকাল ৩০মে বিকেল সাড়ে ৫টায় মেরিন ড্রাইভ সড়ক সংলগ্ন নোয়াখালীপাড়া এলাকা হতে মাদক পাচারকারীদের আটক করা হয়।
আটককৃত বহলো- (১) মোঃ আলম (১৯), পিতা- ইমান হোসেন এবং (২) মোঃ আয়াছ (২১), পিতা- নুর মোহাম্মদ, উভয়ের ঠিকানাঃ গ্রাম-মুন্নিপাড়া, থানা-মংডু, জেলা-মংডু, মায়ানমার।
গোপন সংবাদে,মেরিন ড্রাইভ সড়ক দিয়ে যানবাহনযোগে মাদকদ্রব্য পাচার হবে। এ প্রেক্ষিতে টেকনাফ ব্যাটালিয়নের একটি চোরাচালান প্রতিরোধী টহলদল মেরিন ড্রাইভ সড়ক সংলগ্ন নোয়াখালীপাড়া নামক স্থানে অস্থায়ী চেকপোস্টে যানবাহন তল্লাশিতে
সিএনজি তল্লাশি করে। শাহপরীরদ্বীপ হতে হাজমপাড়াগামী সিএনজির পিছনে বসা দুইজন যাত্রীর আচরণ সন্দেহজনক মনে হওয়ায় এবং প্রাপ্ত তথ্য অনুযায়ী সন্দেহভাজনদের মিল পাওয়ায় চেকপোস্টে কর্তব্যরত সৈনিক দ্বারা পুঙ্খানুপুঙ্খভাবে তাদের দেহ তল্লাশি করা হয়। পরে তাদের হাতে থাকা ব্যাগের ভিতর হতে ৩.১ কেজি ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করা হয় এবং তাদেরকে আটক করা হয়।
আটককৃত ব্যক্তিদেরকে জব্দকৃত ক্রিস্টাল মেথ আইসসহ নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
তথ্য নিশ্চিত করেছেন, বার্তা প্রেরক লেঃ কর্নেল মোঃ মহিউদ্দীন আহমেদ, বিজিবিএমএস,
অধিনায়ক টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)
Leave a Reply