সেলিম মাহবুব,সিলেট:
ভারতীয় সহকারী হাই কমিশন (সিলেট অঞ্চল) ও ছাতক মদন মোহন বিদ্যাপীঠের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধাদের সংর্বধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সরকারী প্রতিশ্রুতি সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক বলেছেন, ভারত ও বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আজীবন অটুট থাকবে। মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশের পক্ষে ভারতের অকৃতিম অবদানের কথা কখনো ভুলার নয়। ভৌগোলিক সীমারেখায় পৃথক ভু-খন্ড হলেও ভাষা, সংস্কৃতি সহ বিভিন্ন দিকে ভারত-বাংলাদেশের মিলও রয়েছে উল্লেখ করার মতো। বন্ধু রাষ্ট্র হিসেবে ভারতকে সব সময়ই পাশে চায় বাংলাদেশ। শুক্রবার বিকেলে ছাতক সদর ইউনিয়নের তিররাই গ্রামে প্রতিষ্ঠিত মদন মোহন বিদ্যাপীঠে ছাতক-দোয়ারা উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের সংর্বধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি মানিক এসব কথা বলেন। মুখ্য অতিথির বক্তব্যে ভারতের সহকারী হাই কমিশনার (সিলেট অঞ্চল) শ্রী চন্দন শেখর বলেন, মুক্তিযুদ্ধের মতো সূখে-দুঃখে সব সমই
বাংলাদেশের পাশে থাকবে ভারত। বিদ্যাপীটের শিক্ষক বিকাশ রঞ্জন তালুকদারের সভাপতিত্বে ও প্রনব রঞ্জন দাসের পরিচালনা অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, রনজিত চন্দ্র সরকার এমপি, ভারতীয় হাই কমিশন সিলেটের দ্বিতীয় সচিব ( প্রেস,তথ্য, শিক্ষা ও বানিজ্য) শ্রী মানস কুমার মুস্তাফি, সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নোমান বখত পলিন, জেলা আওয়ামী লীগের সদস্য ও প্রয়াস গ্রুপের এমডি প্রদ্যুত কুমার তালুকদার। বক্তব্য রাখেন, ছাতক উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আনোয়ার রহমান তোতা মিয়া, দোয়ারাবাজার উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সফর আলী, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, তিররাই গোপাল জিউর আখড়া পরিচালনা কমিটির সভাপতি যোগেশ চন্দ্র দাস, সদস্য কেশব রঞ্জন দাস প্রমুখ।
Leave a Reply