মোঃ দুলাল মিয়া ফেঞ্চুগঞ্জ প্রতিনিধিঃ
সিলেটের বন্যা নিয়ে গান গেয়ে বর্তমানে তুমুল আলোচনায়,সিলেটের ফেঞ্চুগঞ্জের শিল্পী বিলাসী রাসেল।অনবরত বৃষ্টি এবং পাহাড়ি ঢলে আক্রান্ত পুরো সিলেট।পানি বন্দি লাখো মানুষকে নিয়ে করা এই গানটি জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ফেসবুকে ইতোমধ্যে ভাইরাল হয়েছে।গানটি বাস্তব সম্মত হওয়ায় প্রশংসাও কুড়িয়েছেন সর্ব মহলের।
এ বিষয়ে জানতে,মুঠোফোনে যোগাযোগ করা হলে গানটির শিল্পী বিলাসী রাসেল বলেন,আসলে গানটি মনের আবেগ থেকে আসা বাস্তব পরিস্থিতির বহিঃপ্রকাশ।সিলেটের পানি বন্দি মানুষের সীমাহীন কষ্ট সহ্য হচ্ছিল না।আর,তাই মনের গহীনে ঘুরে বেড়ানো কথামালা নিয়ে করে ফেলেন গানটি।তিনি আরো বলেন,গানটিতে সবার অফুরন্ত ভালবাসা তাকে মুগ্ধ করেছে।তিনি সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছেন এবং অতি শিগ্রই পানি বন্দি মানুষের কষ্ট লাগব হবে বলে আশা প্রকাশ করেন।সাথে সাথে দেশ-বিদেশে অবস্থানরত সকল শ্রেণী- পেশার মানুষের প্রতি পানি বন্দি মানুষের সাহায্যে এগিয়ে আসার উদাত্ত আহবান জানান তিনি।
উল্লেখ্য,শিল্পী বিলাসী রাসেল এর কথা,সুর এবং কন্ঠে ইতোমধ্যে ১৫ টি গান জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ইউটিউবে প্রকাশিত হয়েছে।
Leave a Reply