সেলিম মাহবুব,সিলেট:
কোম্পানিগঞ্জে ১২৫ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করেছে থানা পুলিশ। জানা যায়, মঙ্গলবার (২৫ জুন ) রাতে ২ নং ইসলামপূর পশ্চিম ইউনিয়নের ইসলামপূর গ্রামের সৈয়দ আলীর পাম্পের কাছে বঙ্গবন্ধু সড়কের পশ্চিম পাশ থেকে পরিত্যাক্ত অবস্থায় ২টি পোতলায় থাকা ১২৫ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়। যার বাজারমূল্য আনুমানিক ১ লাখ ২৫ হাজার টাকা। কোম্পানিগঞ্জ থানার ইন্সপেক্টর (তদন্ত) মনিরুজ্জামান খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উপ-পরিদর্শক অজয় চন্দ্র রায়, এএসআই জিতু, এএসআই আব্দুস সালাম সহ সঙ্গীয় ফোর্সের সহযোগিতায় ১২৫ বোতল ফেন্সিডিল পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
Leave a Reply