মোঃ দুলাল মিয়া ফেঞ্চুগঞ্জ প্রতিনিধিঃ
ফেঞ্চুগঞ্জ উপজেলার বিয়ালীবাজার জামে মসজিদ পঞ্চায়েত বাসীর পক্ষ থেকে আজ ২৭ জুন বৃহস্পতিবার বিকাল তিনটি গ্রামের একশত ২৫ টি পরিবারের। বন্যার্ত মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এ উপস্থিত ছিলেন বিয়ালীবাজার জামে মসজিদ এর খতিব সৈয়দ সুলাইমান আহমেদ, উপস্থিত ছিলেন বিয়ালীবাজার জামেমসজিদ কমিটির সেক্রেটারি এবং ফেঞ্চুগঞ্জ উপজেলা আঞ্জুমানে আল ইসলার সভাপতি মাওলানা হারুনুর রশিদ,এলাকার বিশিষ্ট মুরব্বি রাশিদ আলী, বিশিষ্ট মুরব্বি রখন মিয়া, মসজিদ কমিটির কোষাধক্ষ্য ছালিক আহমেদ, প্রবাসী সমাজ সেবক কামাল আহমদ, মসজিদ কমিটির সদস্য হাফিজ নজরুল ইসলাম, উজ্জীবন যুব কল্যাণ সংঘের সভাপতি শরীফ আহমদ, মসজিদ কমিটির সদস্য হাফিজ আফরাহিম হোসেন ফাহাদ, তরুণ সমাজ কর্মী ও সংগঠক শাহরিয়ার নাজিম, উজ্জীবন যুব কল্যাণ সংঘের সাংগঠনিক সম্পাদক আলিফ ইমরান সৌরভ, উজ্জীবন যুব কল্যাণ সংঘের সহ দপ্তর সম্পাদক মাছুম হোসেন চৌধরী। তরুণ সমাজকর্মী জাহিদ খাঁন। প্রমুখঃ
Leave a Reply