সেলিম মাহবুব,সিলেটঃ
ছাতকে যুবদল নেতা ও একজন শিবির নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার শহরের ট্রাফিক পয়েন্ট এলাকা থেকে পৌর শহরের চরেরবন্দ এলাকার বাসিন্দা যুবদল নেতা কবিরুল হাসান আঙ্গুর ও ছাতক সদর ইউনিয়নের মানসীনগর গ্রামের বাসিন্দা শিবির নেতা মিজানুর রহমান হাসনুকে পুলিশ গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত দু’জনকে বুধবার ছাতক থানায় পুলিশের দায়েরী একটি মামলায় (নং ১৭) গ্রেফতার দেখিয়ে সুনামগঞ্জ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন ছাতক থানার অফিসার ইনচার্জ শাহ আলম। এর আগে সাইফ উদ্দিন নামের আরেক জনকে আটক করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। গত রবিবার ২১ জুলাই ছাতক থানার এস আই মোঃ সিকন্দর আলী বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় বিএনপির কেন্দ্রীয় নেতা, সাবেক এমপি কলিম উদ্দিন আহমদ মিলনকে প্রধান আসামী করা হয়েছে।
এ মামলায় বিএনপি নেতা আলী আশরাফ তাহিদ, যুবদল নেতা লিজন মিয়া তালুকদার, মুহিবুর রহমান, সাজু আহমদ, জামাত নেতা জাকির হোসেন, নাসির উদ্দিন, শিবির নেতা সম্রাট মিয়া, ছাত্রদল নেতা ফয়সল আহমদ, হাবিব রহমান সহ বিএনপি-জামাতের ১৫ নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৭০-৭৫ জন কে আসামী করা হয়েছে। সিনিয়র সহকারী পুলিশ সুপার (ছাতক সার্কেল) রনজয় চন্দ্র মল্লিক জানান, সরকারি কাজে বাঁধা প্রদান, সহিংসতা, সরকার বিরোধী ষড়যন্ত্র ও নাশকতার জন্য জড়ো হয়ে নাশকতার আশংকায় পুলিশ বাদী হয়ে থানায় মামলাটি দায়ের করা হয়েছে।
Leave a Reply