নিজস্ব সংবাদদাতা বাকেরগঞ্জ বরিশাল :-
বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলায় জনকণ্ঠ পত্রিকার নিজস্ব সংবাদদাতা মো: জিয়াউল হক আকনকে হত্যার উদ্দেশ্যে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা।
৭ আগস্ট দুপুর ১ টায় বাকেরগঞ্জ চৌমাথা সানমুন হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে প্রেসক্লাবের কমিটি গঠন আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বাকেরগঞ্জ কর্মরত সকল গণমাধ্যম কর্মীরা উপস্থিত থাকেন। অনুষ্ঠানের শেষ পর্যায় নবগঠিত প্রেস ক্লাবের কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন সাংবাদিক জিয়াউল হক। এ সময় পৌরসভার ৭ নং ওয়ার্ডের বাসিন্দা বেল্লাল হোসেন দেশীয় অস্ত্র সহ ৩০ থেকে ৪০ জনের একটি বাহিনী নিয়ে আলোচনা সভার মধ্যে প্রবেশ করে সাংবাদিক জিয়াকে হত্যার উদ্দেশ্যে হামলা চালায়।
এ সময় প্রেসক্লাবের অনুষ্ঠিত সভায় উপস্থিত থাকা ৪০ থেকে ৪৫ জন সাংবাদ কর্মীরা দুর্বৃত্তদের হামলা প্রতিরোধ করে সাংবাদিক জিয়াকে রক্ষা করেন। দুর্বৃত্তদের ওই হামলায় বাংলা টিভির বাকেরগঞ্জ উপজেলা প্রতিনিধ এস,এম, পলাশ, এশিয়ান টেলিভিশন ডিজিটালের বরিশাল জেলা প্রতিনিধি জহিরুল হক, দৈনিক জবাবদিহি পত্রিকের বাকেরগঞ্জ প্রতিনিধি আসাদুজ্জামান রাকিব, সংবাদ দিগন্তের প্রতিনিধি সোহেল হাওলাদার, দৈনিক সত্য সংবাদ পত্রিকার প্রতিনিধি মো: সানি মোল্লা আহত হয়।
জনকণ্ঠ পত্রিকার নিজস্ব সংবাদদাতা জানান, ২০১৮ সালে বেল্লাল হোসেন রঙ্গশ্রী ইউনিয়নের কাঁঠালিয়া ইসলামিয়া দারুস সুন্নাহ দাখিল মাদরাসার সুপার ও নেছারবাগ বায়তুল আমান জামে মসজিদের ইমাম আবু হানিফাকে মাদ্রাসার পরিচালনা কমিটির নির্বাচন কেন্দ্র করে পরাজিত প্রার্থীর সাথে থেকে ঐ ইমামের মাথায় মানুষের মল-মূত্র ঢেলে লাঞ্ছিত করে। তখন ওই ঘটনায় সংবাদ প্রকাশ করা হলে বেলাল হোসেন সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে একটি মামলা হয় ওই মামলায় বেল্লাল হোসেন দীর্ঘদিন জেল হাজতে ছিলেন।
দেশের চলমান সংকট মুহূর্তে বেল্লাল হোসেন ওই ঘটনার সংবাদ প্রকাশের জেরে তার বাহিনী নিয়ে এই হামলার ঘটনা ঘটায়।
এই হামলা ঘটনার পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপজেলার নেতৃবৃন্দরা ঘটনাস্থল পরিদর্শন করে ও তাৎক্ষণিক সেনাবাহিনী পাঠালে ঘটনাস্থল পরিস্থিতি শান্ত হয়।
এ বিষয়ে সাংবাদিক মহিবুল্লাহ জানান, ২০১৮ সালে আমার বাবা কে লাঞ্ছিত করা হয়। ওই ঘটনায় মামলা হলে বেল্লালসহ বেশ কয়েকজন পুলিশের হাতে গ্রেপ্তার হয়। ওই ঘটনার প্রতিশোধ নিতে সাংবাদিকদের উপর হামলা চালায় দুর্বৃত্তরা। তিনি আরো বলেন বেল্লাল হোসেন গত রাতে লোকজন নিয়ে আমার বাড়িতে এসে
চাঁদা দাবি করেছে।
এ বিষয়ে বাকেরগঞ্জ থানার ওসি মো: আফজাল হোসেন বলেন, হামলা ঘটনায় বর্তমানে সেনাবাহিনীর সহযোগিতা নেওয়ার পরামর্শ দেন। এবং এই বিষয়ে পরবর্তীতে থানা পুলিশ তদন্ত করে আইন অনুগত ব্যবস্থা গ্রহণ করবে বলে তিনি জানান।
Leave a Reply