স্টাফ রিপোর্টার :
জামালপুর শহরের বোসপাড়ায় লাগামহীন মাদক বাণিজ্যের
মুকুটহীন সম্রাট সেলিম ও শাহীনকে গ্রেফতার সময়ের দাবী বলে অভিমত বোসপাড়া মহল্লাবাসীর।
এলাকাবাসীর অভিযোগ ও অনুসন্ধানে জানা গেছে,
জামালপুর শহরের অন্যতম অভিজাত আবাসিক এলাকা বোসপাড়ায় জেলা আওয়ামী লীগের সাবেক একজন প্রভাবশালী নেতার ছত্রচ্ছায়ায় একটি সংঘবদ্ধ মাদক কারবারীচক্র দীর্ঘদিন ধরে মাদক বাণিজ্য চালিয়ে রীতিমতো এলাকাটিকে মাদকের অভয়ারণ্য হিসেবে গড়ে তুলেছিল। গত ৫ আগষ্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে স্বৈরাচার হাসিনা সরকারের পতনের পর আত্মগোপনে চলে যায় সেই মাদকের গডফাদার। একই সময়ে পালিয়ে যায় জামালপুর পৌরসভার মেয়র ছানুর নাম ভাঙ্গিয়ে তার চামচা হিসেবে খ্যাত নারী ব্যবসার দায়ে দয়াময়ী রোডের সিলগালাকৃত হোটেল জ্যোতির মালিক আবুল কালাম আজাদের ছেলে কাজী টিপু সুলতান ওরফে কাইজ্যার নাতি টিপু। তার সেকন্ড ইন কমান্ড সেলিম তার অবর্তমানে বর্তমানে বোসপাড়ার সেই মাদকের অভয়াশ্রমের দায়িত্ব কাঁধে তুলে নিয়ে মাদক বাণিজ্যের মুকুটহীন সম্রাট হিসেবে দায়িত্ব পালন করছে। বোসপাড়া নিবাসী মৃত জলিল বক্স এর ছোট ছেলে সেলিম বক্স আর কৃষি ব্যাংকের সাবেক পিয়ন মৃত শহীদুল্লাহর একমাত্র ছেলে রেজাউল করিম শাহীন ওরফে চোরা শাহীন। তাদের দু’জনের আবার রয়েছে কিছু নির্দিষ্ট হকার। তাদের মধ্যে অন্যতম ইলেকট্রিক মিস্ত্রি ইউসুফ, মৃত নাজিম উদ্দিনের ছেলে মাসুদ, আলমসহ অনেকেই। আর এই মাদক ব্যবসায় অর্থ লগ্নীকরণ করে ফায়দা লুটতো মৃত জলিল বক্স এর অপর ছেলে শহীদ বক্স, রিপন, মিঠুসহ কতিপয় সুবিধাভোগী। এদিকে তাদের লাজ-লজ্জাহীন দৌরাত্ম্যে অতীষ্ঠ হয়ে ওঠেছে এলাকাবাসী। শুধু তাই নয় এরা একইভাবে আওয়ামী লীগের রাজনৈতিক প্রভাব খাঁটিয়ে বোসপাড়া পৌর কমিউনিটি পুলিশের নেতৃত্বসহ আবর্জনা ব্যবস্থাপনা আর ডিশ ও ইন্টারনেট ব্যবসার দখলদারিত্ব হাতিয়ে নিয়ে লাখ লাখ টাকা হস্তগত করে বর্তমানে আঙ্গুল ফুঁলে কলাগাছ হয়ে ওঠেছে। তারা এসবের আড়ালে বোসপাড়ায় রাতের আঁধারে মাদকের বড় বড় চালান আনতো আর রাতভর হাতবদল করতো। এখনও এই নিরাপদ ট্রানজিট ব্যবহার করে অবাধে মাদকের বিক্রি ও সেবন অব্যাহত রাখলে ফুঁসে ওঠে বোসপাড়াবাসী। এলাকাবাসী এদের হাত থেকে মুক্তি পেতে বোসপাড়া জামালাবাদ জামে মসজিদ কমিটির আহবানে মাদকসহ সকল অসামাজিক কর্মকান্ডের বিরুদ্ধে সর্বাত্মক সামাজিক প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে বোসপাড়াবাসী ঐক্যমতে পৌঁছায়। কিন্তু এলাকাবাসীকে মাদকবিরোধী অবস্থান নেওয়ার কারণে রীতিমতো হুমকি ও ভয়ভীতি দেখিয়ে যাচ্ছে চক্রটি। শান্তিপ্রিয় বোসপাড়া এলাকাবাসী এই ভয়ানক মাদককারবারী চক্রের সদস্যদের ধরতে সাদা পোষাকে গোয়েন্দা নজরদারীর পাশাপশি এদের মদদদাতাদেরকেও অনতিবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় নিতে, আইনশৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনীসহ প্রশাসনের সংশ্লিষ্টদের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।
Leave a Reply