সেলিম মাহবুব,সিলেট:
দোয়ারাবাজারে উপজেলার মঙ্গলপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৭টি দোকান পুড়ে ছাঁই। ২৪ আগস্ট শনিবার রাত সাড়ে ১১ টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। স্থানীয়রা জানান, বাজারের ব্যবসায়ীরা যখন দিন শেষে যে যার বাড়িতে চলে যায় তখন আগুনের সূত্রপাত হয়। আগুনে পুড়ে ছাই হয়েছে বাজারের ১৭ টি দোকান।
আগুনের খবর পেয়ে আশে-পাশের লোকজন এসে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ করলেও এরমধ্যে ১৭ টি দোকান পুড়ে যায়। স্হানীয় সুত্রে জানাযায় কয়েলের আগুন বা বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। সঠিক কোন তথ্য কেউ দিতে পারছেন না। পান্ডারগাঁও ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল ওয়াহিদ বলেন, তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা না গেলেও ক্ষতির পরিমান দুই কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে। এমন ধারণা করেছেন তিনি। ব্যবসায়ীদের ঘুরে দাঁড়ানোর জন্য সরকারি ও বে-সরকারী সহায়তা দাবি করেন ইউপি চেয়ারম্যান। দোয়ারাবাজার উপজেলা নির্বাহী অফিসার নেহের নিগার তনু বলেন, দোয়ারাবাজারের মঙ্গলপুর বাজারে রাতে অগ্নিকান্ডের ঘটনা ঘটে।স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করলেও পুড়ে যাওয়া দোকানগুলো টিন শেডের হওয়ায় কারণে আগুন দ্রুত ছড়িয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষয়ক্ষতির তালিকা করে সহায়তা করা হবে।
Leave a Reply