1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৮:৩৯ অপরাহ্ন
শিরোনাম:
ঠাকুরগাঁওয়ে অটোরিক্সার নিচে পড়ে ৪ বছরের শিশুর মৃত্যু-গাজীপুর সংবাদ  রাণীশংকৈলে আ.লীগ ও সহযোগী সংগঠনের পাঁচ নেতাকর্মী গ্রেপ্তার-গাজীপুর সংবাদ  গজারিয়া তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই দল ছাত্রদের মারামারি,আহত ৫-গাজীপুর সংবাদ  নিষেধাজ্ঞা স্বত্তেও ফসলি জমিতে জোরপূর্বক ঘর নির্মাণ, মামলা করায় বাদীকে হুমকি-গাজীপুর সংবাদ  ছাত্রদল নেতা পারভেজ হত্যার প্রতিবাদে গলাচিপায় বিক্ষোভ ও মানববন্ধন-গাজীপুর সংবাদ  ছাতক থানা পুলিশের বিশেষ অভিযান আওয়ামীলীগ নেতা গ্রেফতার-গাজীপুর সংবাদ  ছাতক পেপার মিলস মিনি মার্কেট বাজার কমিটির নির্বাচনে সভাপতি খায়ের উদ্দিন নির্বাচিত-গাজীপুর সংবাদ  ছাতকে বটের খাল নদীরপাড়ে গাইড ওয়াল নির্মাণ কাজের শুভ উদ্বোধন হলো-গাজীপুর সংবাদ  অবৈধভাবে বালু-পাথর উত্তোলন, বিক্রি ও পরিবহনের দ্বারা সীমান্ত এলাকার রাস্তা-ঘাট বেহাল দশা-গাজীপুর সংবাদ  ছাতকে গীতিকার,সুরকার, শিল্পী পাগল হাসান স্মরণে আলোচনা ও স্মরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে-গাজীপুর সংবাদ 

বন্যাকবলিতদের সহায়তা সেবা কার্যক্রমে সক্রিয়-চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্ট-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বুধবার, ২৮ আগস্ট, ২০২৪
  • ৭৭ টাইম ভিউ

মোহাম্মদ মাসুদ

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি যেকোনো দুর্যোগে মানুষের দুঃসময়ে ও বন্যাকবলিতদের সবসময়  সবরকমের সহায়তা সেবা কার্যক্রমে সক্রিয় ভূমিকায় সর্বদাই কাজ করে যাচ্ছে। চট্টগ্রাম জেলা ইউনিটের উদ্যোগে এরই ধারাবাহিকতায়,

অদ্য ২৪ আগস্ট রুটিন কার্যক্রমের অংশ হিসেবে চট্টগ্রামের বন্যাকবলিত উপজেলায় চলছে নানা সহায়তা সেবামূলক কার্যক্রম। ভারী বর্ষণের ফলে সৃষ্ট বন্যা মোকাবেলায় গত ২২ই আগস্ট থেকে অদ্যাবধি বন্যাকবলিতদের সবসময়  সবরকমের সহায়তা সেবা কার্যক্রমে সক্রিয় ভূমিকায় সর্বদাই কাজ করে যাচ্ছে।

কার্যক্রমের মধ্যে রয়েছে, পানিবন্দি মানুষকে উদ্ধার, আশ্রয়কেন্দ্রে বয়স্ক ও শিশু দের প্রেরণ, গবাদি পশু সাইক্লোন সেন্টারে পৌঁছানোর ক্ষেত্রে সহায়তা প্রদান, মাইকিংয়ের মাধ্যমে সচেতনতা পরিচালনা,শুকনো খাবার, রান্না করা খাবার, বিশুদ্ধ পানি ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ কার্যক্রম চলমান রয়েছে।

ক্ষতিগ্রস্থ মিরসরাই, ফটিকছড়ি, হাটহাজারী, পটিয়া, বোয়ালখালী উপজেলায় যুব স্বেচ্ছাসেবকরা বর্তমান পরিস্থিতি পূর্ববর্তী সচেতনতা মূলক বার্তা প্রচার, বর্তমান কার্যক্রম এবং পরিস্থিতি পরবর্তী পরিকল্পনা প্রণয়ন চলমান রয়েছে।

ইতিমধ্যে গত ২২ই আগস্ট থেকে যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রাম জেলা ইউনিট কার্যালয় থেকে কনট্রোল রুমের মাধ্যমে ৮০০ জন মানুষকে জরুরি সারাপ্রদান করা হয়েছে। মিরসরাই এবং ফটিকছড়ি উপজেলায় যুব রেড ক্রিসেন্ট, সেচ্ছাসেবকদের মাধ্যমে প্রায় ১১৫০ জনের অধিক পানিবন্ধী জনসাধারণকে উদ্ধার করে আশ্রয় প্রেরণ করা হয়েছে। মিরসরাই, ফটিকছড়ি, হাটহাজারী উপজেলায় ১২৫০ পরিবার শুকনো খবার, সুরক্ষা সামগ্রী, বিশুদ্ধ পানি, বিশুদ্ধকরণ ট্যাবলেট সরবরাহ করা হয়েছে এবং ২৭৪০ জনের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।

চট্টগ্রাম জেলা ইউনিটের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফখরুল ইসলাম চৌধুরী পরাগ বলেন, সরকার এই মুহূর্তে বন্যা মোকাবিলাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। আমাদের সবাইকে এ পরিস্থিতি মোকাবিলা করতে হবে। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির পাশাপাশি সমাজের সকলকে এগিয়ে আসতে হবে। বন্যা মোকাবিলায় উদ্ধার কার্যক্রম ও ত্রাণ বিতরণসহ সকল কার্যক্রমের ক্ষেত্রে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্ব আরোপ করে বলেন, বন্যা মোকাবিলায় সরকারসহ যারা যারা কাজ করছেন, তাদের মধ্যে সমন্বয় বাড়াতে হবে যাতে করে সকলে প্রয়োজন অনুযায়ী সহযোগিতা পায়।

বন্যা পরর্বতী সহযোগিতা জন্য এখন থেকে প্রস্তুতি নিতে হবে যাতে করে ক্ষতিগ্রস্থ পরিবার গুলো এই ধকল কাটিয়ে উঠতে পারে। এজন্য আমাদের সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ কাজ করতে হবে। জনজীবন নিরাপদ রাখতে চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্টের পক্ষ থেকে সবরকমের মানবিক সহযোগিতা অব্যাহত থাকবে।

সার্বিক প্রস্তুতি নিয়ে যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রাম এর কার্যালয়ে কন্ট্রোল রুমে খোলা হয়েছে । জরুরী বিষয়ে ও তথ্য প্রদানের লক্ষ্যে ০১৬২৫-৪৩২০৯৬ এবং ০১৮২০-১৩১২৫৬ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By ikzTech.com
https://writingbachelorthesis.com