মনজুরুল ইসলাম স্টাফ রিপোর্টারঃ
নাটোরের সিংড়ায় এরশাদ আলী প্রামানিক (৬৫) নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ আপন দুই ভাতিজার বিরুদ্ধে। বুধবার সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার চৌপুকুরিয়া গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত এরশাদ আলী একই গ্রামের মৃত ছবি প্রামানিকের ছেলে।সিংড়া থানার ওসি আসমাউল হক জানান, জমি সংক্রান্ত বিরোধের জেরে এরশাদ প্রামানিকের সাথে তার ভাই মমতাজ আলীর বিরোধ চলছিল।
এরই জের ধরে বুধবার সকালে এরশাদের সাথে মমতাজের দুই ছেলে আহসান এবং মশালের কথাকাটাকাটি হয়। একপর্যায়ে আহসান এরশাদের ঘাড়ে লাঠি দিয়ে আঘাত করে এবং মশাল তাকে কিল ঘুষি মারে।
এতে এরশাদ গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক এরশাদ আলীকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে একটি মামলা দায়ের হয়েছে।
Design & Developed BY: ServerSold.com
https://writingbachelorthesis.com
Leave a Reply