ওসমান গনি,গজারিয়া প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জে গজারিয়া উপজেলা মেঘনা ভিলেজ গেট সংলগ্ন মুদি দোকান আগুনে পুড়ে ছাই।
ভোর চারটার দিকে গজারিয়া উপজেলার বালুয়াকান্দী ইউনিয়নের মেঘনা ভিলেজ সংলগ্ন মুদি দোকানে এ-ই অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত মুদি দোকানদার মুজা মিয়া জানান, প্রতিদিনের ন্যায় দোকানের কাজ শেষ করে রাতে বাসায় ফিরি। আজ ভোর চারটার দিকে পার্শ্ববর্তী মসজিদের মোয়াজ্জিন মোবাইল দিয়ে বলেনি আমার মুফি দোকান আগুনে পুড়ছে। মুয়াজ্জিন সাহেব বলেন, দোকানে থাকা গ্যাস সিলিন্ডার যখন ব্রাস্ট হয়ে বিকট শব্দ হয় তখন তিনি বের হয়ে দেখেন আমার দোকান দাউ দাউ করে জ্বলছে আগুনে পুড়ছে। আমি আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে আসার আগেই দোকানে থাকা সমস্ত কিছু পুড়ে ছাই হয়ে যায়।
মুদি দোকানদার আরও বলেন, দোকানে একটি ফ্রিজ, প্রায় ১ লাখ টাকার মূল্যবান মালামালসহ নগদ টাকা ও আসবাবপত্র পুড়ে ছাই এবং তার কান্না জড়িত কন্ঠে বলে আমার সব শেষ হয়ে গেছে আমি এই দোকান চালিয়ে আমার সংসার চালাইতাম আমি এখন পথে নেমে গেলাম আমার আর কিছু রইল না। আমার জানামতে কোন শত্রু ছিল না। কে এই কাজ করেছে তার কিছুই বুঝতে পারছি না। মুদি দোকানে মালামালসহ প্রায় দুই লক্ষ টাকা ক্ষতি হয়েছে বলে জানান মুজা মিয়া।
গজারিয়া থানার অফিসার ইনচার্জ মো: মাহবুবুর রহমান অগ্নিকান্ডের ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, মেঘনা ব্রিজের সামনে এক মুদির দোকানে অগ্নিকান্ডের খবর পাওয়ার সাথে সাথে আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি এখনো পর্যন্ত লিখিত কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
Design & Developed BY: ServerSold.com
https://writingbachelorthesis.com
Leave a Reply