শাহরিয়ার শাকিলঃ বড়লেখা প্রতিনিধিঃ
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণ শাহাবাজপুর ইউনিয়নের ৯ নং ওয়াড বৃহত্তর মোহাম্মদনগর যুব সমাজের উদ্যোগে বৃহত্তর মোহাম্মদনগরের প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সহযোগিতায় প্রথম বারের মত পয়লোয়ান বাড়ি উচ্চ বিদ্যালয় থেকে এস.এস.সি কৃতী শিক্ষার্থী সংবর্ধনা, মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শিক্ষা প্রতিষ্টান কে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার( ২৫ সেপ্টেম্বর) বেলা ২ ঘটিকার সময় পয়লোয়ান বাড়ি উচ্চ বিদ্যালয়ের হলরুমে মোহাম্মদনগর যুব সমাজের প্রতিনিধি জয়নুল হোসেন,ও জাকারিয়া আহমেদের যৌথ সঞ্চালনায় (সাবেক ইউপি সদস্য ) বধরুল ইসলামের সভাপতিত্বে হাফিজ সাইদুর রহমানের কুরআন তিলাওয়াত এর মধ্যে দিয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের একাডেমিক কাউন্সিলের সম্পাদক অধ্যাপক মোহাম্মদ আবদুস সবুর।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পয়লোয়ান বাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহিদ উদ্দিন। সহকারী শিক্ষক বকুল চন্দ্র শর্মা,সহকারী শিক্ষক নান্টু রন্জল পাল।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মোহাম্মদ নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বধরুল হোসেন, সাবেক ইউপি সদস্য আবুল কালাম, সাবেক ইউপি সদস্য ইমাম উদ্দিন, লাউতা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাস্টার শামসুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন সৈয়দা মোকাম ইবতেদায়ী মাদ্রাসার প্রধান শিক্ষক তারেক হাসনাত, সহকারী শিক্ষক মাওলানা কবির হোসাইন, কুতুবআলী একাডেমির সহকারী শিক্ষক শাহরিয়ার শাকিল, হাজী ছাদ উদ্দিন একাডেমির সহকারী প্রধান শিক্ষক বিপ্লব পুরকায়স্থ মোহাম্মদনগর যুব সমাজের প্রতিনিধি আরিফুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্লোরিয়াস কিন্ডারগার্টেন এর প্রধান শিক্ষক নিজাম উদ্দীন, কুতুবআলী একাডেমির সহকারী শিক্ষক মিজানুর রহমান, মোহাম্মদনগর যুব সমাজের প্রতিনিধিবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষকবৃন্দ।
উল্লেখ্য অনুষ্ঠানে বক্তারা সংগঠনের ভুয়সী প্রশংসা করে বলেন, একটি সুন্দর সমাজ গড়তে হলে শিক্ষার্থীদের পড়ালেখার প্রতি যথেষ্ট মনোযোগী হতে হবে, পিতা মাতার প্রতি যত্নশীল হতে হবে, শিক্ষাই জাতির মেরুদণ্ড, শিক্ষাই জাতির উন্নতি,তাই সহ-শিক্ষায় শিক্ষীত হয়ে দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ ভুমিকা রেখে যেতে হবে। অনুষ্ঠান শেষে দক্ষিণ শাহাবাজপুরের অন্তর্গত ঘোলসা,গ্রামতলা,মোহাম্মদনগর, সাতকরাকান্দী,ডিমাই,থেকে আগত পয়লোয়ান বাড়ি উচ্চ বিদ্যালয়ের এস এস সি শিক্ষার্থীদের হাতে সংবর্ধনার পুরস্কার তুলে দেওয়া হয়। এবং সপ্তম শ্রেণী থেকে দশম শ্রেণি পর্যন্ত মেধাবী শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় ১০ টি শিক্ষা প্রতিষ্ঠান কে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।
Leave a Reply