জামালগঞ্জ(সুনামগঞ্জ)প্রতিনিধিঃ
“এখনই পদক্ষেপ গ্রহণ করি, শান্তিময় বিশ্ব গড়ি”এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৫ উপলক্ষে সুনামগঞ্জের জামালগঞ্জে শান্তি পদ যাত্রা পালিত হয়েছে । বৃহস্পতিবার জামালগঞ্জ পিএফজি ও ওয়াইপিএজির উদ্যোগে এই আয়োজনের মধ্যে ছিলো মানববন্ধন, শান্তি পদযাত্রা ও লিফলেট বিতরণ।
পিএফজির পিস এম্বাসেডর নুরুল হক আফিন্দীর সভাপতিত্বে ও এম্বাসেডর আলেয়া বেগম এর সঞ্চালনায় উপজেলা পরিষদ গেইট এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন, সমন্বয়কারী আব্দুল মালেক, পিএফজি সদস্য নাজিম উদ্দীন, আল-আমিন, তানিয়া আখি, ইয়থ এর শরীফ আহমদ প্রমূখ।
বক্তারা বলেন, আজকের মানববন্ধনে “বিভিন্ন রাজনৈতিক দল, ধর্মীয় ও জাতিগত সম্প্রদায়, পেশাজীবী ও নাগরিক সমাজের অংশগ্রহণ প্রমাণ করে জামালগঞ্জের মানুষ শান্তিপ্রিয়। তারা সংঘাত নয়, শান্তির জামালগঞ্জ গড়তে চায়।”
বক্তারা আরও বলেন, “বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে আন্তর্জাতিক শান্তি দিবস উদযাপন অত্যন্ত তাৎপর্যপূর্ণ। একদিকে দেশের উন্নয়ন, অন্যদিকে সহিংসতা, ধর্মীয় বিভেদ, গণঅভ্যুত্থানের মতো ঘটনাগুলো আমাদের মানবিক বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে। এখন সময় এসেছে সম্প্রীতি ও শান্তির বাংলাদেশ গড়ার।”
দিবসটি ঘিরে আয়োজনে অংশগ্রহণকারীরা শান্তির বার্তা ছড়িয়ে দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন এবং বলেন, “সংঘাত নয়, শান্তিই হোক বাংলাদেশের পথচলার অনুপ্রেরণা।
Leave a Reply