
এস এম মাসুদ, কাপাসিয়া(গাজীপুর)
গাজীপুরের কাপাসিয়ায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ২১ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. রাকিবুল হাসান (৩০) নামে এক শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে কাপাসিয়া থানা পুলিশ। গতকাল বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দিবাগত রাতে উপজেলার সিংহশ্রী ইউনিয়নের বড়বেড় গ্রামস্থ কাজলদিঘী বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত রাকিবুল হাসান কাপাসিয়া থানার ভিটিপাড়া (নারগাদিয়ারটেক) এলাকার মৃত আঃ মোতালিবের ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, সিংহশ্রী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই (নিঃ) মো. সাইদুর রহমানের নেতৃত্বে একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বড়বেড় গ্রামের কাজলদিঘী বাজারে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে সঙ্গীয় ফোর্সের সহায়তায় রাকিবুলকে আটক করা হয়। পরে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে তল্লাশি চালিয়ে তার জিন্স প্যান্টের পকেট থেকে নীল রঙের জিপারে মোড়ানো ২১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের ওজন প্রায় ২.১ গ্রাম। মামলার বাদী এসআই মো. সাইদুর রহমান জানান, গ্রেপ্তারকৃত আসামি একজন পেশাদার মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন ধরে কাপাসিয়ার বিভিন্ন এলাকায় অবৈধ মাদকদ্রব্য বিক্রয় করে আসছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে মাদক ব্যবসার কথা স্বীকার করেছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর আলম বলেন, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) সারণির ১০ (ক) ধারায় কাপাসিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আজ শুক্রবার তাকে গাজীপুর আদালতে প্রেরণ করা হবে।
Leave a Reply