
মোঃ ফেরদৌস মোল্লাহ পিরোজপুর জেলা প্রতিনিধি
পিরোজপুর জেলার অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র ভাণ্ডারিয়ায় গ্রাহকদের আধুনিক ও ডিজিটাল ব্যাংকিং সেবা প্রদানের লক্ষ্যে সিটি ব্যাংক তাদের নতুন একটি উপ শাখা উদ্বোধন করেছে।
বুধবার (১৪ জানুয়ারী) সকাল ১০ টায় ভাণ্ডারিয়া পৌর শহরের জেলা পরিষদ মার্কেটের দ্বিতীয় তলায় এই উপশাখার উদ্বোধন করা হয়।
উদ্বোধনী আনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উজ্জল হালদার।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ভাণ্ডারিয়া একটি সম্ভাবনাময় এলাকা। এখানকার ব্যবসা-বাণিজ্য এবং অর্থনৈতিক সমৃদ্ধিতে সিটি ব্যাংকের এই উপ-শাখা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আধুনিক ও ডিজিটাল ব্যাংকিং সেবা এখন আর কেবল বড় শহরগুলোতে সীমাবদ্ধ নেই, তা প্রান্তিক মানুষের দোরগোড়ায় পৌঁছে যাচ্ছে। আমি আশা করি, সিটি ব্যাংক তার সুনামের ধারাবাহিকতা বজায় রেখে স্থানীয় জনসাধারণের স্বচ্ছতা ও বিশ্বস্ততার সাথে সেবা নিশ্চিত করবে।

সিটি ব্যাংকের খুলনা রিজিওর এর প্রধান মোঃ ইব্রাহীম খলিলের সভাপতিত্বে এবং খুলনা এরিয়া প্রধান ও শাখা ব্যবস্থাপক হিমাদ্রী শেখরের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভাণ্ডারিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জল তালুকদার , সাবেক সদর ইউনিয়নের চেযারম্যান গোলাম সরওয়ার জোমাদ্দার, পৌর বিএনপির আহবায়ক আঃ মান্নান হাওলাদার, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর ভাণ্ডারিয়া উপজেলা সভাপতি আলহাজ্ব বাদশা জোমাদ্দার, সিটি ব্যাংকের বরিশাল এরিয়া প্রধান ও শাখা ব্যবস্থাপক মোঃ মামুন বিল্লাহ প্রমূখ।
পরে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয় এবং অতিথিরা একসাথে কেক কেটে সিটি ব্যাংকের উপশাখার আনুষ্ঠানিক উদ্বোধন উদযাপন করেন।
Leave a Reply