
ওসমান গনি,গজারিয়া প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জে গজারিয়া উপজেলা বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
গজারিয়া উপজেলার আড়ালিয়া স্টান্ডে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ (সদর–গজারিয়া) আসনে বিএনপির মনোনীত প্রার্থী এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন।
অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে নারীদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেন কামরুজ্জামান রতনের সহধর্মিণী নুরে জান্নাত রস্নি।
দোয়া মাহফিল শেষে কামরুজ্জামান রতন আড়ালিয়া ও আশপাশের বিভিন্ন মহল্লা ঘুরে সাধারণ মানুষের খোঁজখবর নেন এবং তাদের সুখ-দুঃখের কথা শোনেন।
এ সময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অধ্যাপক একেএম গিয়াসউদ্দিন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ইসহাক আলী, মাসুদ ফারুক, স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি ভি.পি. মাসুম,
জেলা যুবদলের সদস্য সচিব মোজাম্মেল হক মুন্না, যুবদলের যুগ্ম আহ্বায়ক জালাল হোসেন রিমু উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মিজানুর রহমান মিজান, হেলাল ভুইঁয়া সহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
Leave a Reply