ধনী-গরীব সমতায় রুচি ইমেজে
সবার ঈদ হোক উৎসবে আমেজে।
সুখ স্বাচ্ছন্দ ভোগে যেমন নিজে চাই
অন্যের বেলায়ও ঠিক যেন হয় তাই।
পূরণ হোক বাস্তব রূপে স্বপন
ঈদ উদযাপন পূর্ণ হোক ভূবন,
ভেদাবেদ লোভে পর হয় আপন।
ঈদ হোক সবার খুশিতে প্রাণময়
আলোকিত হোক প্রিয় জগৎময়।
মহান আল্লাহর নৈকট্য লাভ নির্ভিক
ত্যাগ উৎসর্গের আরেক নাম ঈদ।ৃ
করি সদায় দোয়া মোনাজাত
জীবন প্রতি মুহূর্তকাল দিন-রাত।
নেক আমলে কাঠুক দিন-প্রভাত।
মনের কালিমায় প্রাণবন্ত সুপ্রভাত।
প্রতিজ্ঞা করি যেন নীতি-ন্যায়-হক
হালাল সৎ-সরল পথের পথিক।
সবাই যেন থাকতে পারি ঠিক।
ঈদ মোবারক! ঈদ মোবারক!
লেখনীতে-মোহাম্মদ মাসুদ
স্থান-নিজকক্ষ
সময়-২৯/৬/২৩ইং সকাল-১১টা
Design & Developed BY: ServerSold.com
https://writingbachelorthesis.com
Leave a Reply