মনজুরুল ইসলাম স্টাফ রিপোর্টারঃ
নাটোরের সাজা ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী সোরদার শোয়েব (৪৫) কে গ্রেফতার করেছে র্যাব। রবিবার সন্ধায় গোয়েন্দা তথ্যের ভিক্তিতে নাটোর জেলার সদর গুড়পট্টি এলাকায় কোম্পানী অধিনায়ক, অতিঃ পুলিশ সুপার মোঃ ফরহাদ হোসেন ও উপ-অধিনায়ক সিনিয়র সহকারি পুলিশ সুপার সঞ্জয় কুমার সরকারে নেতৃত্ত্বে একটি অভিযান পরিচালনা করে এসসি ১৭/২০২১,The Negotiable Instruments Act.1881 এর ১৩৮ ধারায় এক বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামী আত্রাই জেলার নওগাঁ থানার সাহেবগঞ্জ গ্রামের সরদার শোয়েব (৪৫)প্রোপাইটার মেসার্স সুজা ট্রেডার্স পিতা মোঃ রাফিউদৌলা মাতা নাহার বানু কে গ্রেফতার করেছে র্যাব।
উল্লেখ্য যে,আসামী সরদার শোয়েব (৪৫)কে নাটোর জেলার এসসি ১৭/২০২১The Negotiable Instruments Act.1881 এর ১৩৮ ধারায় একজন সাজাপ্রাপ্ত ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামী। বিজ্ঞ আদালত উক্ত মামলার আসামি সোরদার শোয়েব (৪৫)কে এক বছরের সশ্রম কারাদণ্ডে দন্ডিত করেন,গ্রেফতারকৃত পলাতক সাজাপ্রাপ্ত ওয়ারেন্ট ভুক্ত আসামী কে নওগাঁ জেলার আত্রাই থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-৫সিপিসি-২’র এক প্রেস বিজ্ঞপ্তিতে মঙ্গলবারে এসব তথ্য নিশ্চিত করেন।আরও বলেন এ ধরণের মাদক বিরোধী অভিযান সচল রেখে মাদকমুক্ত সোনার বাংলা গঠনে র্যাব-৫-সিপিসি-২ বদ্ধপরিকর।
র্যাব-৫-সিপিসি-২ কে তথ্য দিন – মাদক , অস্ত্রধারী ও জঙ্গিমুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।
Design & Developed BY: ServerSold.com
https://writingbachelorthesis.com
Leave a Reply