বিশেষ প্রতিনিধি
র্যাব-৭,চট্টগ্রাম কর্তৃক ধর্ষণ মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মোঃ আবু মুসা প্রকাশ মুসা (২৮)’কে চট্টগ্রামের সাতকানিয়া এলাকা হতে গ্রেফতার।
১৮ জুলা,ইঅভিযানে আসামি ধর্ষণকারী সাতকানিয়া থানাধীন মৌলভীর দোকান এলাকায় অবস্থানকালে ও তথ্যে
আটক করা হয়।
জানা যায়,আসামী আসামির নাম পরিচয় ঠিকানা মোঃ আবু মুছা প্রকাশ মুসা (২৮), পিতা-মোঃ ফজলুল হক,সাং-
তুলাতুলি,ডাকঘর- তুলাতুলি, থানা-সাতকানিয়া, জেলা-চট্টগ্রাম।
ভিকটিম ১৯বছর বয়সী আনোয়ারা এলাকার বটতলী শাহ মোছেন আউলিয়া কলেজের এইচএসসি পরীক্ষার্থী ।
১৭নভেম্বর ২০২২ইং পরীক্ষা শেষে ভিকটিম তার কলেজ গেইট এর সামনের রাস্তায় পৌছামাত্র আসামি সু-কৌশল রাত দেড়টায় তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক সিএনজিতে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।চিৎকার করলে প্রাণে মেরে ফেলার হুমকিতে ভিকটিম প্রাণ ভয়ে হতভম্বে আসামী অজ্ঞাতনামা বাড়িতে নিয়ে আটকে বিভিন্ন ভয়ভীতি প্রদর্শনে ইচ্ছার বিরুদ্ধে চোরপূর্বক ৭/৮ বার ধর্ষণ করে।
পরদিন বাড়ির দারোয়ান আশেপাশের লোকজন বিষয়টি বুঝতে পেরে বাড়ির সামনে চিৎকার শুরু করলে আসামি আবু মুছা সু-কৌশলে পালিয়ে যায়।
ঘটনায়,ভিকটিম বাদী হয়ে মুসা’কে আসামী করে আনোয়ার থানায় একটি মামলা( মামলা নং- ৩৭,২৩/২০২২) দায়েরসহ র্যাব-৭,অভিযোগ করে।গোপন সংবাদে আসামি ধর্ষণকারী সাতকানিয়া থানাধীন মৌলভীর দোকান এলাকায় অবস্থানকালে ও তথ্যে আটক করা হয়।
আটককৃত আসামীকে জিজ্ঞাসাবাদে স্বীকার করে সে উক্ত মামলার গ্রেফতারী পরোয়ানাভূক্ত আসামী এবং আইন-শৃঙ্খলা বাহিনীর নিকট হতে গ্রেফতার এড়াতে আত্মগোপন করেছিল। গ্রেফতারকৃত আসামী সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
Design & Developed BY: ServerSold.com
https://writingbachelorthesis.com
Leave a Reply