ওসমান গনি,গজারিয়া প্রতিনিধিঃ
মুন্সিগঞ্জে গজারিয়া উপজেলায় সীমানা সংক্রান্ত বিরোধের জের ধরে চাঁচি কে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ পাওয়া যায় মো টিপু(৩৫) এর বিরুদ্ধে।
হোসেন্দী ইউনিয়নের জামালদী গ্রামে এঘটনা ঘটে।
জামালদী গ্রামের বাসিন্ধা মোহাম্মদ আলীর স্ত্রী আহত খোদেজা বেগম (৪৫) গজারিয়া স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসাধীন রয়েছে।
এবিষয়ে অহতের স্বামী মোহাম্মদ আলী উপজেলা থানায় লিখিত অভিযোগ করেন।
অভিযোগ সূত্রে ও ভুক্তভোগী জানান সীমানা সংক্রান্ত বিষয় নিয়ে দীর্ঘদিন যাবত মো টিপু, তার স্ত্রী মেরিনা বেগম এবং তার মা লাইলী বেগম এর সাথে বিরোধ চলিয়া আসিতেছিল।
প্রায়ই এরা আমাদের হুমকি ধমনি দিয়ে আসতেছে। রবিবার দুপরে আমি বাড়ির আঙ্গিনায় দাঁড়িয়ে ছিলো টিপুর স্ত্রী অক্যত্ত ভাষায় গালিগালাজ করতে থাকে, গালিগালাজ করতে নিষেধ করলে, টিপু তেরে এসে আমার মূখ চেপে ধরে তার বৌ চুলে ধরে আমাকে মাটিতে ফেলে দেয়। টিপুর মা লাঠি দিয়ে এলো পাথারি মারতে থাকে এসময় টিপু সাবাল মাথায় অঘাত করে। আমার আত্মচিতকারে আসপাশের লোকজন উদ্ধার করে।
আমি স্কয়ারে কম্পানিতে ডিউটি করছিলাম এলার লোক জনের মাধ্যমে খবর পেয়ে বাড়িতে বাড়িতে এসে আমার স্ত্রী কে হাসপাতালে নিয়ে আসি। সে বর্তমানে হাসপাতালে ভর্তি আছে।
তিনি আরও জানান দের বছর জাবত বাড়ির সিমানা নিয়ে বিরোধ চলছে, এর পুর্বে দুইবার আমাদের মারধর করেছে সে সময় থানায় অভিযোগ করেছিলাম কিন্তু কোন বিচার পাইনি।
এবিষয়ে গজারিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল্লা সোহেব আলী জানান অভিযোগ হয়েছে তদন্ত সাপেক্ষে ব্যাবস্থা নেয়া হবে।
Design & Developed BY: ServerSold.com
https://writingbachelorthesis.com
Leave a Reply