গোয়াইনঘাট সিলেট প্রতিনিধি:
সিলেটের গোয়ানঘাট উপজেলার পূর্ব জাফলং সীমান্তের, দুই কুতুবের নিয়ন্ত্রণে চলছে ডিবি পুলিশ ও থানা পুলিশের নামে চাঁদাবাজি,গুচ্ছগ্রাম, লালমাটি, ও সোনা টিলা, তামাবিল স্থলবন্দর, তালতলা, আমি স্বপ্ন, চিনি, চা পাতা , কসমেটিক্স শাড়ি, থ্রি পিস, মোবাইল ফোন,মদ, ইয়াবা, ফেন্সিডিল, সহ বিভিন্ন ব্র্যান্ডের মালামাল
অপেন ভারত থেকে বাংলাদেশে আসছে নিরাপদে নেই কোন বাধা। এই সব এলাকায় ভারতীয় নিষিদ্ধ পণ্য বাংলাদেশে প্রবেশ করা নিষেধ থাকলে ও নেই তাদের কোন বাধা আইনশৃঙ্খলা বাহিনীর নাকের ডগা বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দাও পথের সাথে তারা চালিয়ে যাচ্ছে তাদের চোরাচালান ব্যবসা। আর তাতে লাভবান হচ্ছেন দুই লাইনম্যান। লাইনম্যানদের নিয়ন্ত্রণে একেক সময় একেক পথ ব্যবহার করে ভারত থেকে আনা ভারতীয় পণ্য ও মালামাল দামি দামি,ব্র্যান্ডের মালামাল নিয়ে আসছে, কাটুনের ভিতরে কেউ তা খুলে দেখেন না। এসব নিয়ন্ত্রণ করতে দুই লাইন মানের রয়েছেন লাঠিয়াল বাহিনী তাদের বয়ে এলাকার কেউ মুখ খুলতে নারাজ। কেউ মুখ খুললে তাদেরকে ভয় বিক্রি দেখান এবং বিভিন্ন কৌশল অবলম্বন করে তাদেরকে জেলে পাঠানোর ব্যবস্থা করেন এই দুই লাইন ম্যান।
এলাকার সাধারণ জনতা ও সচেতন নাগরিকরা এদের কাছ থেকে রেহাই পেতে চান, প্রশাসনের সাথে তাদের সম্পর্ক থাকার কারণে এই দুই লাইনম্যান তাদের দাপটের সাথে চোরাকারবারীদের ও চোরাচালানী দের, কাছ থেকে চাঁদা আদায় করতে সক্ষম
অল্প কয়েকদিনে লক্ষ লক্ষ টাকা কামিয়ে নেন এই দুই লাইনম্যান।
আর ভারত থেকে চোরাই পথে আসছ কোটি কোটি টাকার মালামাল বাংলাদেশ আসছে আর তাতে বাংলাদেশ সরকার হারাচ্ছেন লক্ষ লক্ষ টাকা রাজস্ব আয়। সংগ্রাম সীমান্তের লালমাটি ও গুচ্ছ গ্রাম পয়েন্ট হতে তামাবিল স্থল বন্দর তালতলা আম স্বপ্ন নলজুরি সীমান্ত এলাকায় ভারতীয় নিষিদ্ধ পণ্য বাংলাদেশে আসছে নিরাপদে। কয়েকদিন পূর্বে ৭১ টিভি সাংবাদিকদের অনুসন্ধানে চিনি সহ একটি অটো গাড়ি আটক করা হলে, লাইনম্যানের সহযোগিতায় চোরাকারবারীরা পালিয়ে যেতে সক্ষম হন।
এ বিষয়ে জানতে গোয়ানঘাট থানার সেল ফোনে একাদিগ বার কল দিলে ফোন রিসিভ হয়নি তাই বক্তব্য নেওয়া সম্ভব হলো না।
Design & Developed BY: ServerSold.com
https://writingbachelorthesis.com
Leave a Reply